গাজীপুরে সেনাবাহিনীর শক্তিশালী মিসাইল দাবিতে এআই নির্মিত ভিডিও প্রচার 

সম্প্রতি, “গাজীপুরে দেখা মিলল বাংলাদেশের শক্তিশালী য*ন্ত্র” শিরোনামে সামরিক যানে মিসাইল বহনের দৃশ্য দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার করা হয়েছে। 

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকার গাজীপুরে সামরিক যানে মিসাইল বহনের আসল দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। 

এই বিষয়ে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত এই ভিডিওর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 

পরবর্তীতে আলোচিত ভিডিওটি নিয়ে রিউমর স্ক্যানার টিমের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটির নিচের ডান কোণে ‘MINIMAX | Hailuo Ai’ নামের একটি জলছাপ রয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ‘Hailuo Ai’ মিনিম্যাক্স নামের একটি চাইনিজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের একটি উন্নত এআই টুল, যা টেক্সট প্রম্পট থেকে ৬ সেকেন্ডের বাস্তবসম্মত ভিডিও তৈরি করতে সক্ষম। এই ভিডিওটির দৈর্ঘ্যও ৬ সেকেন্ড। 

এছাড়া, প্রচারিত ভিডিওটিতে বেশকিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়। যেমন, সামরিক যানের নড়াচড়া, গাড়ির নাম্বার প্লেটে অসঙ্গতিসহ রাস্তার আশেপাশে বেশিরভাগ সাইনবোর্ডে GAZIPUR শব্দ লেখা দেখা যায়, যা অস্বাভাবিক। 

Screenshot from TikTok by Rumor Scanner

পরবর্তীতে, বিষয়টি অধিকতর নিশ্চিতে ভিডিওটি এআই (AI) কন্টেন্ট ডিটেকশন টুল ‘Cantilux’ দিয়ে যাচাই করলে তা এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮ শতাংশ পর্যন্ত বলে জানা যায়। 

Screenshot from Cantilux by Rumor Scanner  

সুতরাং, এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে ঢাকার গাজীপুরে সামরিক যানে মিসাইল বহনের আসল দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র 

  • Hailuo AI: Transform Idea to Visual with AI 
  • Cantilux – Free AI Image & Video Detector | Detect AI 
  • Rumor Scanner’s analysis 

আরও পড়ুন

spot_img