শনিবার, মে 24, 2025

আবু সাঈদ ও মীর মুগ্ধর মায়ের নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ’ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে বক্তব্যের এক পর্যায়ে ড. ইউনূস তার বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকে “meticulously designed” বলে অভিহিত করেন।

তার এই বক্তব্য পরবর্তী সময়ে কোটা আন্দোলনে নিহত তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধর মায়ের নামে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচার হচ্ছে। বলা হচ্ছে, মীর মুগ্ধর মা বলেছেন, “মেটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে আমার ছেলের লাশটা তাদের দরকার ছিলো‌।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “মেটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে আমার ছেলের লাশটা তাদের দরকার ছিলো‌।” শীর্ষক মন্তব্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর মা করেননি বরং, কোনোপ্রকার তথ্যসূত্র ছাড়াই আলোচিত দাবিটি ছড়িয়ে পড়েছে।

অনুসন্ধানের শুরুতে  “মেটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে আমার ছেলের লাশটা তাদের দরকার ছিলো‌।” মীর মুগ্ধর মা এমন কোনো মন্তব্য করেছেন কিনা জানতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার সংবাদ মাধ্যমে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপ নেওয়া আন্দোলনে এবং পরবর্তীতে আওয়ামী সরকার পতনের সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মাস্টার্সের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ অন্যতম। তাই, স্বাভাবিকভাবে মীর মুগ্ধর মা এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার করার কথা কিন্তু মূলধারার গণমাধ্যমে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে দাবির সত্যতা যাচাইয়ে মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ’র সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তার মা গণমাধ্যম বা অন্য কোথাও এমন কোনো মন্তব্যই করেননি।

আলোচিত দাবির সম্ভাব্য প্রথমদিকের পোস্ট খুঁজে বের করতে অনুসন্ধানে লেখক ‘Mohiuddin Mohammad’ এর অ্যাকাউন্ট থেকে ভিন্ন ক্যাপশন ও ফটোকার্ডে করা দুইটি পোস্টের স্ক্রিনশট পাওয়া যায়। একটি ফটোকার্ডে কোটা আন্দোলনে নিহত মীর মুগ্ধ এবং অপরটিতে একই আন্দোলনে নিহত আবু সাইদের মায়ের মন্তব্য বলে উল্লেখ করা হয়। গত ২৬ সেপ্টেম্বর এই অ্যাকাউন্ট থেকে এই পোস্টগুলো করা হয়, যা পরে সরিয়ে নেওয়া হয়। এজন্য পোস্ট লিংকগুলো পাওয়া যায়নি। আমাদের অনুসন্ধানে এই পোস্টগুলোই আলোচিত দাবির প্রথমদিকের পোস্ট বলে প্রতীয়মান হয়।

একইদিন অনেকেই এই পোস্টগুলোর বিভিন্ন সময়ের স্ক্রিনশট শেয়ার করেন।  দেখুন- (,,)।

সুতরাং,  “মেটিকিউলাস ডিজাইনের অংশ হিসেবে আমার ছেলের লাশটা তাদের দরকার ছিলো‌।” শীর্ষক ছাত্র আন্দোলনে নিহত মীর মুগ্ধর মা করেছেন মর্মে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img