মেসির ছেলের এক ম্যাচে ১১ গোলের খবরটি ভুয়া

বার্সেলোনায় দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ার শেষে, ২০২১ সালে লিওনেল মেসি যোগ দেন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-তে। দুই মৌসুম পর, ২০২৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)-এর ক্লাব ইন্টার মায়ামি সিএফে পাড়ি জমান, যেখানে তার বড় ছেলে থিয়াগো মেসিও জুনিয়র দলে খেলা শুরু করেন।

সম্প্রতি, অনূর্ধ্ব-১৩ এমএলএস কাপে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে থিয়াগো মেসির ১১ গোল করার একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যম এবং খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানো-সহ অনেকে এটি প্রচার করেন।

এই দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন: সময় টিভি

একই দাবিতে সাংবাদিক ফাব্রিজিও রোমানো ফেসবুক পোস্ট দেখুন এখানে। 

ফেসবুকে প্রচারিত আরও কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।  

এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এমএলএস কাপে অনূর্ধ্ব-১৩ এর ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে থিয়াগো মেসির ১১ গোল করার দাবিটি সত্য নয়। বরং, এমএলএস-এর অফিসিয়াল তথ্য, ম্যাচ রিপোর্ট বা কোনো বিশ্বাসযোগ্য সূত্রে এর প্রমাণ মেলেনি। এছাড়া, একাধিক ক্রীড়া সাংবাদিকও এটিকে গুজব বলে নিশ্চিত করেছেন।

আলোচিত দাবিটির সত্যতা যাচাই করতে ইন্টার মায়ামি ফুটবল ক্লাবমেজর লিগ সকারের (এমএলএস) সোশ্যাল মিডিয়া প্রোফাইল পর্যালোচনা করা হয়। তবে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত, ফুটবল লিগগুলোর সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী পারফরম্যান্সের খবর প্রকাশ করা হয়, কিন্তু এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক পোস্ট লক্ষ্য করা যায়নি। পাশাপাশি, থিয়াগো মেসির এক ম্যাচে ১১ গোল করার বিস্ময়কর ঘটনার কোনো দৃশ্যমান প্রমাণ বা ভিডিওচিত্রও পাওয়া যায়নি।

এমএলএস-এর অফিসিয়াল ওয়েবসাইট পর্যালোচনায় দেখা গেছে, বর্তমানে অনূর্ধ্ব-১৩ দলের জন্য “U-13 MLS Cup” নামে কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে না। ফলে ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৩ দলের এ প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনাও নেই।

Screenshot: mls

এছাড়া, অনলাইনে অনুসন্ধান করেও ইন্টার মিয়ামি ও আটলান্টা ইউনাইটেডের অনূর্ধ্ব-১৩ দলের সাম্প্রতিক কোনো ম্যাচের তথ্য পাওয়া যায়নি। উভয় ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট ও ক্রীড়া সংবাদ মাধ্যমেও এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ফটোকার্ড অনুযায়ী, ইন্টার মিয়ামির হয়ে ১২টি গোলের মধ্যে ১১টি করেছেন থিয়াগো মেসি, আর একটি গোল করেছেন “ডিয়েগো লুনা জুনিয়র” নামে এক খেলোয়াড়। তবে ইন্টার মিয়ামির অনূর্ধ্ব-১৩ স্কোয়াডে এমন কোনো খেলোয়াড়ের অস্তিত্ব মেলেনি।

Screenshot: Inter Miami Website.

এ দাবির সত্যতা নিয়ে মার্কিন ক্রীড়া সাংবাদিক মিশেল কাউফম্যান একটি এক্স পোস্টে জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং বাস্তবে এমন কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তিনি জানান, কিছু ফ্যান ওয়েবসাইট এই গুজবটি তৈরি করে ছড়িয়েছে।

স্প্যানিশ ফুটবল সাংবাদিক এবং লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনীগ্রন্থের লেখক গুইলেম বালাগেও এই দাবিকে অসত্য বলে নিশ্চিত করেছেন।

এছাড়া, বিভিন্ন দেশের সংবাদমাধ্যমফ্যাক্ট-চেকিং ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। মূলত, একটি এক্স অ্যাকাউন্ট থেকে প্রথমে এই গুজবটি ছড়ানো হয়, যা পরে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

সুতরাং, থিয়াগো মেসির একাই ১১ গোল করার আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img