মেসি ও নেইমারের জাকির নায়েকের বক্তব্য শোনার ভিডিওটি এডিটেড

সম্প্রতি ‘মনোযোগ দিয়ে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনছেন মেসি ও নেইমার‘ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

টিকটকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে
আর্কাইভ দেখুন এখানে, এখানে৷ 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেসি ও নেইমারের ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয় বরং দুইটি ভিন্ন ভিডিও যুক্ত করে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম The Sun এ ২০১৭ সালের ২৪ অক্টোবর “BEST OF THE BEST Gianluigi Buffon, Sergio Ramos, Neymar, Cristiano Ronaldo and Lionel Messi: Fifa Awards Team of the Year” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদনটিতে ‘রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিওনেল মেসিকে হারিয়ে ২০১৭ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড জিতে নিলেন’ শীর্ষক শিরোনামে সংযুক্ত একটি ভিডিওতে মেসি ও নেইমারের আলোচিত ভিডিও ফুটেজটি খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে এই প্রতিবেদনটির সূত্র ধরে ফিফার ইউটিউবে চ্যানেলে একইদিনে ‘The Best Fifa football awards 2017’ শীর্ষক শিরোনামে সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ছিল ২০১৭ সালে লন্ডনে ফিফা কর্তৃক আয়োজিত FIFA Football Awards ঘোষণার একটি আয়োজন৷

যেখানে পর্তুগাল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ফিফা সেরা পুরুষ খেলোয়াড় ও ফ্রান্সের জিনেদিন জিদান সেরা কোচ মনোনীত হয়েছিলেন। 

এই ভিডিওতে থাকা মেসি ও নেইমারের ভিডিওয়ের সঙ্গে মেসি ও নেইমারের ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে প্রচারিত ভিডিওটির পুরোপুরি মিল খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, মেসি ও নেইমারের ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে প্রচারিত ভিডিওটির অংশটি ২০১৭ সালে লন্ডনে ফিফা কর্তৃক আয়োজিত FIFA Football Awards ঘোষণা অনুষ্ঠানের।

মূলত, ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ২০১৭ সালে লন্ডনে ফিফা কর্তৃক আয়োজিত FIFA Football Awards এর আয়োজন করেছিল৷ সেই আয়োজনে আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি ও ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার অংশগ্রহণ করেছিলেন এবং পাশাপাশি বসেছিলেন। সম্প্রতি এই অনুষ্ঠানের ছোট একটি অংশ ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের একটি বক্তৃতার অংশের সঙ্গে যুক্ত করে মেসি ও নেইমারের ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে প্রচার করা হচ্ছে। 

সুতরাং, মেসি ও নেইমারের ডক্টর জাকির নায়েকের বক্তব্য শোনার দাবিতে প্রচারিত ভিডিওটি সঠিক নয়; এটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img