সম্প্রতি একটি ক্রিকেট স্টেডিয়ামের ছবিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ছবি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
যা দাবি করা হচ্ছে
গত ১৪ অক্টোবর ফেসবুকে খেলা আর খেলা নামক পেজে প্রকাশিত একটি পোস্টে (আর্কাইভ) দাবি করা হয়, “ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বিমানে করে পিচ এনে পিচ লাগানো হচ্ছে।” পোস্টের সাথে সংযুক্ত একটি ছবিতে দেখা যায়, বেশ কিছু কর্মী একটি স্টেডিয়ামে পিচ বসাচ্ছেন।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নয় এবং পিচটি বিমানে করে আনা হয়নি বরং এটি কার্দিনিয়া পার্ক স্টেডিয়ামের ছবি এবং পিচটি আগে থেকেই কার্দিনিয়ায় ছিল।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে মাইক্রোব্লগিং সাইট টুইটারে অস্ট্রেলিয়ার Kardinia Park স্টেডিয়ামের অফিশিয়াল অ্যাকাউন্টে গত ৩০ সেপ্টেম্বর প্রকাশিত চারটি ছবি সম্বলিত একটি টুইট বার্তা খুঁজে পাওয়া যায়।
টুইটে বলা হয়,”আইসিসি পুরুষদের টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ক্রিকেট পিচগুলো লাগানো হয়েছে”।
একইদিনে প্রকাশিত কার্দিনিয়া পার্কের ফেসবুক পেজ এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্টেও একই ছবি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ, প্রচারিত ছবিটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের নয়। ছবিটি অষ্ট্রেলিয়ার আরেক স্টেডিয়াম কার্দিনিয়া পার্কের।
কার্দিনিয়া পার্কটি অষ্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। ভিক্টোরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ‘Surf Cosat Times’ পত্রিকার ওয়েবসাইটে গত ১১ অক্টোবর “T20 World Cup conditions are pitch perfect” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, “গত সপ্তাহে বুধবার (৫ অক্টোবর), স্টেডিয়ামের ভিতরে দুটি ড্রপ-ইন পিচ লাগানোর জন্য একটি ক্রেন ব্যবহার করা হয়েছিল, যা এই বছরের পুরুষদের টি-টুয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দুটি ম্যাচের আয়োজন করবে।”
কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম ট্রাস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জেরার্ড গ্রিফিনের বরাতে প্রতিবেদনে বলা হয়, “ফুটবলের মৌসুমে ক্রিকেট পিচগুলো স্টেডিয়ামের দক্ষিণে রাখা হতো এবং মাঠের মাঝখানে দুটি করে টুকরো করে বসানো হতো। পিচগুলো তখন থেকে ঘূর্ণায়মান, ক্রস রোল করা হয়েছে। এবং ব্যবহারের আগে পানি দেওয়া হয়েছে।”
গ্রিফিন বলেছেন, পিচ লাগানোটা খুব মসৃণভাবে হয়েছে, মাত্র চার ঘন্টা সময় লেগেছে।
অর্থাৎ, পিচগুলো আগে থেকেই ছিল। বিমানে করে আনা হয়নি।
ড্রপ-ইন পিচ কী?
ড্রপ-ইন পিচ হচ্ছে এমন একটি পিচ যা ম্যাচের আয়োজনকারী গ্রাউন্ড বা ভেন্যু থেকে দূরে তৈরি করা হয়, যা খেলার আগে মাঠে ‘ড্রপ’ করা বা লাগানো হয়। ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ড্রপ-ইন পিচ ব্যবহার করা হয়েছিল অস্ট্রেলিয়ার পার্থের Western Australian Cricket Association Ground স্টেডিয়ামে।
ড্রপ-ইন পিচের অনেক সুবিধার মধ্যে একটি হল একটি স্টেডিয়ামের বহুমুখী ব্যবহার যেখানে এটি ব্যবহার করা হচ্ছে; ক্রিকেট ভেন্যু অন্যান্য ক্রীড়া ইভেন্ট এবং মিউজিক্যাল কনসার্টের জন্য ব্যবহার করা যেতে পারে। ড্রপ-ইন পিচ সুবিধা থাকায় একই মাঠে ফুটবল, রাগবি এবং ক্রিকেট ম্যাচ আয়োজন করা যায়।
মেলবোর্নেও কি ড্রপ-ইন পিচ আছে?
অষ্ট্রেলিয়ার অধিকাংশ স্টেডিয়ামেই ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলা হয়ে থাকে। এজন্য ড্রপ-ইন পিচ দেশটির স্টেডিয়ামগুলোতে একটি নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। মেলবোর্নও তার ব্যতিক্রম নয়। স্টেডিয়ামটিতে ২০০০ সাল থেকেই ড্রপ-ইন পিচ ব্যবহার হয়ে আসছে। ইএসপিএন ২০১৪ সালে জানিয়েছিল, সে সময়ও মেলবোর্নে ১৪ বছরের পুরানো পিচই ব্যবহার করা হচ্ছিল। এ বছর টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কার্দিয়ানসহ অষ্ট্রেলিয়ার অন্যান্য স্টেডিয়ামের মতো মেলবোর্নের মাঠও প্রস্তুত করা হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের অফিশিয়াল ফেসবুক পেজে গত ২৬ সেপ্টেম্বর প্রকাশিত এক পোস্টে এ সংক্রান্ত কিছু ছবি খুঁজে পাওয়া যায়। তবে উক্ত পোস্টে পিচ লাগানো সংক্রান্ত কোনো ছবি মেলেনি।
মূলত, টি-টুয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অষ্ট্রেলিয়ার কার্দিনিয়া পার্ক স্টেডিয়ামে ড্রপ ইন পিচ লাগানো হয়েছে। ড্রপ ইন পিচ ব্যবস্থা অষ্ট্রেলিয়ার বেশ কয়েকটি স্টেডিয়ামের মতো কার্দিনিয়াতেও বহুদিন ধরেই রয়েছে। সাধারণত ক্রিকেট মৌসুম না থাকলে পিচগুলো মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। সম্প্রতি বিশ্বকাপ সামনে রেখে পূর্বের তুলে রাখা পিচই বসিয়েছে কার্দিনিয়া কর্তৃপক্ষ। কিন্তু কার্দিনিয়ার ড্রপ ইন পিচ লাগানোর একটি ছবিকে সম্প্রতি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পিচ লাগানোর ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ছবিটিকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Kardinia Park: Tweet
- Surf Cosat Times: T20 World Cup conditions are pitch perfect
- MCG: Facebook Post
- CRICINFO: Grasping the depth of drop-in pitches