গণমাধ্যমে তুরস্কের ছবিকে এপ্রিলে রাশিয়ার ভূমিকম্পের ঘটনার ছবি দাবি

গত ৩ এপ্রিল রাশিয়ার পূর্ব উপকূলে ৬.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার দাবিতে দেশীয় গণমাধ্যমে একটি ছবি প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন সময় টিভি

একই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবিটি রাশিয়ার গত এপ্রিলের ভূমিকম্পের সময়ের নয় বরং গত ২০ ফেব্রুয়ারিতে তুরস্কের ভূমিকম্পের ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ অনুসন্ধানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ‘NPR’ এর ওয়েবসাইটে গত ২২ ফেব্রুয়ারি প্রকাশিত সংবাদ প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot Comparison by Rumor Scanner

প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণে এবং সিরিয়া সীমান্তের কাছাকাছি ভূমিকম্প আঘাত হানে।

ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান Getty Images এর ওয়েবসাইটে গত ২১ ফেব্রুয়ারি “TURKEY-SYRIA-QUAKE” শীর্ষক ক্যাপশনে একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from Getty Images

ছবির ক্যাপশন থেকে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণে আন্তাকিয়া শহরে ৬.৪ মাত্রার ভুমিকম্প আঘাত হানে।

মূলত, গত ৩ এপ্রিল রাশিয়ার পূর্ব উপকূলে ভূমিকম্প আঘাত হানার সংবাদে কতিপয় গণমাধ্যমে একটি ছবি প্রকাশ করা হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি রাশিয়ার ভূমিকম্পের নয়। তুরস্কের আন্তাকিয়া শহরে গত ২০ ফেব্রুয়ারি ভূমিকম্প আঘাত হানার ছবি এটি। 

প্রসঙ্গত, পূর্বেও বিভিন্ন ভূমিকম্প নিয়ে গণমাধ্যমে ভুল ছবি প্রচার করার প্রেক্ষিতে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। প্রতিবেদন গুলো দেখুন এখানে, এখানে এবং এখানে

সুতরাং, রাশিয়ার গত এপ্রিলের ভূমিকম্পের খবরে তুরস্কের গত ফেব্রুয়ারির ভুমিকম্পের ছবি গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img