মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে বারো বছর পূর্বের ছবি প্রচার

মিয়ানমারে গত ২০ জুন ভূমিকম্পের ঘটনায় বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে একটি ছবি ব্যবহার করা হয়েছে।

উক্ত ছবি ব্যবহার করে মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ডেইলি বাংলাদেশ, একুশে সংবাদ, উইমেন নিউজ ২৪

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে ব্যবহৃত উক্ত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং এটি ২০১১ সালের ২৪ মার্চ মিয়ানমারের বার্মায় সংঘটিত এক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি সেতু ও সড়কের ছবি।

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কানাডার সংবাদমাধ্যম CBC NEWS এর ওয়েবসাইটে ২০১১ সালের ২৫ মার্চ ‘Burma quake death toll reported at 73’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Screenshot: CBC NEWS

প্রতিবেদন থেকে জানা যায়, এটি মিয়ানমারের বার্মায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি রাস্তা ও সেতুর ছবি। ২০১১ সালে ৬.৮ মাত্রার ওই ভূমিকম্পে ৭৩ জন মানুষ নিহত ও ১১১ জন আহত হয়েছিল। 

পরবর্তীতে একই তারিখে আন্তর্জাতিক সংবাদমাধ্যম REUTERS এর ওয়েবসাইটে  ‘Quake kills 74 in Myanmar as aftershock rattles Thailand’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: REUTERS

উক্ত প্রতিবেদন থেকেও মিয়ানমারের পুরোনো ভূমিকম্প সম্পর্কে একই তথ্য জানা যায়।

Image Comparison by Rumor Scanner

অর্থাৎ, মিয়ানমারে সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বারো বছর পূর্বের ছবি ব্যবহার করা হয়েছে। 

পাশাপাশি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আলোচিত ছবিটির ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ছবি শীর্ষক কোনো তথ্য উল্লেখ করা হয়নি বরং কিছু গণমাধ্যমে ছবিটি সংগৃহীত এবং কোনো কোনো গণমাধ্যমে ছবির ক্যাপশনে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিটি ব্যবহার করে সংগৃহীত উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবেই ছবিটি মিয়ানমারের সাম্প্রতিক ভূমিকম্পের বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়া অস্বাভাবিক নয়। 

মূলত, গত ২০ জুন মিয়ানমারে ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একটি ক্ষতিগ্রস্ত সেতু ও সড়কের ছবি প্রচারের প্রেক্ষিতে অনুসন্ধানে জানা যায়, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ২০১১ সালের ২৪ মার্চ মিয়ানমারের বার্মায় ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত হওয়া সেতু ও সড়কের ছবি এটি। গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিটির ক্যাপশনে পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য না দেওয়ায় ছবিটি সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে। 

উল্লেখ্য, পূর্বেও কঙ্গোতে ভারী বর্ষণে বন্যার ঘটনায় গণমাধ্যমে একাধিক পুরোনো ছবি ব্যবহার করা হলে সেসময় বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার। 

সুতরাং, মিয়ানমারের সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বারো বছর পূর্বের ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img