সম্প্রতি “মেসির ছেলে মাতেও মেসির ফুটবল খেলার দৃশ্য” দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভিডিওর ছেলেটি লিওনেল মেসির ছেলে মাতেও মেসি নয় বরং এটি বেলজিয়াল ফুটবল ক্লাব আন্ডারলেচ্ট এর ইজেকুয়েল লাচ নামক একজন ফুটবলারের ভিডিও।
অনুসন্ধানে Veronica Brunati নামক টুইটার একাউন্টে ২০২২ সালের ১৯ জুলাই স্প্যানিশ ভাষায় একটি টুইট পাওয়া যায়। উক্ত টুইটটি স্প্যানিশ থেকে ইংরেজিতে স্বয়ংক্রিয় অনুবাদের মাধ্যমে পাওয়া যায়,
“@Drazinho96
tells me that the viral video that people confuse with #MateoMessi is actually about another footballer from the Anderletcht academy, not Rayane.Here is the video shared by the club’s TikTok account”

অর্থাৎ, Drazinho96 নামক আইডির সূত্র ধরে আর্জেন্টাইন সাংবাদিক ভেরোনিকা জানান, ভিডিওতে দেখানো ছেলেটি মাতিও মেসি নয়। এছাড়াও টুইটে ভাইরাল ভিডিওর ছেলেটি আন্ডারলেচ্ট একাডেমির একজন ফুটবলার, রায়ান নয়।
যা থেকে ধারণা করা যায়, ভিডিওর ছেলেটিকে আর্জেন্টাইন সাংবাদিক ভেরোনিকা, মাতিও মেসি নয় বলে শনাক্ত করে এবং রায়ান নামক একজন ফুটবলার বলে ধারনা করে। পরবর্তীতে তার পরিচয় নিশ্চিত হতে না পারলেও আন্ডারলেচ্ট ফুটবল ক্লাবের টিকটক একাউন্টে উক্ত ভিডিওটি খুঁজে পায় এবং টুইটে উক্ত ভিডিওটি সংযুক্ত করে দেন। যা থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওর ছেলেটি উক্ত ফুটবল ক্লাবের একজন ফুটবলার।
পরবর্তীতে, উক্ত টুইটের সূত্র ধরে, আন্ডারলেচ্ট ফুটবল ক্লাবের টিকটক একাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। উক্ত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওতে দেখানো ছেলেটি মূলত বাঁ-পায়ে ফুটবল খেলে। কিন্তু মেসির ছেলে মাতেও মেসি ডান পায়ে ফুটবল খেলে। এছাড়া ভিডিওতে উক্ত ছেলেটি মেসির ছেলে এরকম কোনো বক্তব্য পাওয়া যায় নি। এছাড়াও, মাতেও মেসি কোনো ফুটবল ক্লাবের সাথেও যুক্ত নন।

পরবর্তীতে, Ezequiel Llach নামক টুইটার একাউন্টে ২০২২ সালের ১৯ জুন একটি টুইট পাওয়া যায়। স্প্যানিশ ভাষার টুইটটি গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করলে জানা যায়, ইজকুয়েল লাচ নামক ব্যক্তিটিই উক্ত ভিডিওতে দেখানো ব্যক্তি। টুইটে তিনি বলেন, এটা তার সৌভাগ্য যে তাকে মাতেও মেসি ভাবা হয়েছে। তবে তিনি একদিন সবাইকে বলবেন কেনো পেশাদার ফুটবলে তিনি যেতে পারেন নি।

যা অনুবাদ করলে দাঁড়ায়,

পরবর্তীতে, fb নামক টুইটার একাউন্টে ২০২২ সালের ১৯ জুন একটি টুইটে ইজকুয়েল লাচের চাচাতো ভাই নিশ্চিত করেন ভিডিওর ছেলেটি ইজকুয়েল লাচ। পাশাপাশি টুইটে তিনি জানান, ইজকুয়েল লাচের বয়স ২০ বছর এবং মাদকাসক্ত হওয়ার কারনে পেশাদার ফুটবল থেকে লাচ ছিটকে পড়েন।

মূলত, ভিডিওর ছেলেটি বেলজিয়ামের ফুটবল ক্লাব আন্ডারলেচ্ট এর খেলোয়াড় ছিলো। তবে ছেলেটির খেলার ধরনের সাথে মেসির খেলার মিল থাকায় ভিডিওর ছেলেটিকে মেসির ছেলে মাতেও মেসির দাবিতে প্রচারিত হচ্ছে।
সুতরাং, ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির ছেলে মাতেও মেসি দাবিতে উক্ত ভিডিওটি প্রচারিত হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- টুইটার: Veronica Brunati
- টিকটিক: rscanderlecht
- টুইটার: Ezequiel Llach
- টুইটার: @FrancoJBenitez