ফেসবুকে জাকারবার্গকে ব্লক করা যায় না শীর্ষক দাবিটি সঠিক নয়

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট ব্লক করা যায় না শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। অন্তত ২০১৮ সাল থেকে সাম্প্রতিক সময় পর্যন্ত উক্ত দাবিতে প্রচারিত একাধিক পোস্ট রিউমর স্ক্যানার টিমের নজরে এসেছে।

জাকারবার্গকে ব্লক

উক্ত দাবিতে সাম্প্রতিক সময়ে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০২৩ সালে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০২২ সালে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০২১ সালে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০২০ সালে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০১৯ সালে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ২০১৮ সালে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে বিভিন্ন সময়ে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন প্রথম আলো (২০২২), রিদ্মিক নিউজ (২০২২), দৈনিক শিক্ষা (২০১৯)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাকারবার্গের অ্যাকাউন্ট ফেসবুক থেকে ব্লক করা যায় না শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ২০১৭ সাল পূর্ববর্তী সময়ে এই ব্যবস্থা না থাকলেও পরবর্তী সময়ে সাধারণ ব্যবহারকারীদের মতোই জাকারবার্গের অ্যাকাউন্টও ফেসবুক থেকে ব্লক করার ব্যবস্থা রয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ব্রিটিশ গণমাধ্যম ‘The Telegraph’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৮ ডিসেম্বর ‘You can now block Mark Zuckerberg on Facebook’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মার্ক জাকারবার্গকে অতীতে প্ল্যাটফর্মটি থেকে ব্লক করা যেত না। তবে ২০১৭ সালে জাকারবার্গকে ব্লক করার সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। ফেসবুক ব্যবহারকারীরা ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে জাকারবার্গকে ফেসবুকে ব্লক করতে পারছেন।

এর আগে জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা না যাওয়া নিয়ে আলোচনা -সমালোচনা শুরু হলে সে সময় ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রযুক্তিগত ত্রুটির কারণে জাকারবার্গকে ব্লক করা যাচ্ছে না। দ্রুত সমস্যাটি সমাধানের চেষ্টা করা হবে। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি তাদের উক্ত সমস্যাটির সমাধান করে।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য রিউমর স্ক্যানার টিম মার্ক জাকারবার্গের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক করে দেখেছে। সেখানে উক্ত অ্যাকাউন্ট ব্লক করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা খুঁজে পাওয়া যায়নি।

Screenshot Collage by Rumor Scanner

মূলত, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে প্ল্যাটফর্মটির সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট ব্লক করা যায় না শীর্ষক দাবিতে একটি তথ্য ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে,  মার্ক জাকারবার্গকে ২০১৭ সালের সেপ্টেম্বরের পূর্ব পর্যন্ত ফেসবুক থেকে ব্লক করা যেত না। তবে ২০১৭ সালের সেপ্টেম্বরে জাকারবার্গকে ব্লক করার সুবিধা চালু করে ফেসবুক।

সুতরাং, মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট ফেসবুক থেকে ব্লক করা যায় না শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img