ঢাকার ম্যানহোলের প্লাস্টিকের বর্জ্যের ছবি দাবিতে ভারতের বিহারের ছবি প্রচার

সম্প্রতি, রাস্তার ম্যানহোল থেকে উদ্ধারকৃত প্লাস্টিকের বর্জ্যের একটি ছবি বাংলাদেশের ঢাকা থেকে তোলা দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ম্যানহোলের

ফেসবুক প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ম্যানহোল থেকে উদ্ধারকৃত প্লাস্টিকের বর্জ্যের ছবিটি ঢাকার কোনো জায়গার নয় বরং উক্ত দাবিতে প্রচারিত ছবিটি ভারতের বিহার রাজ্যের পাটনা শহর থেকে তোলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ছবিটির বিষয়ে প্রকৃত তথ্য যাচাইয়ের জন্য রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম ‘The Wire’ এ ২০১৯ সালের ৯ অক্টোবর “How 330 mm of Rain Flushed Down 15 Years of Urban Development in Bihar” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত একটি ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।

Image Comparison by Rumor Scanner

প্রতিবেদনটি থেকে জানা যায়, বিহারের পাটনা শহরে পলিথিন এবং প্লাস্টিক নিষিদ্ধ করা হলেও এসবের যত্রতত্র ব্যবহারের কারণে যথাযথভাবে পানি নিষ্কাশন হচ্ছে না। যার কারণে, ২০১৯ সালে ভারতের পাটনা শহরে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় সমস্ত এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে, ভারতীয় ‘Dubeat’ নামক অনলাইন পোর্টালে ২০১৯ সালের ২১ অক্টোবরে “Sorrow of Bihar Glooms the Capital City Patna” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, ২০১৯ সালে ভারতের বিহার রাজ্যের পাটনা শহরে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রায় সমস্ত এলাকা প্লাবিত হওয়ার ঘটনা ঘটে। তখন সেই এলাকার রাস্তার ম্যানহোলের পাশে বেশ কিছু প্লাস্টিকের বর্জ্যের ছবি প্রকাশ করে এসব বর্জ্যের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া নিয়ে ভারতের স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ঐ ছবিকে ঢাকায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঘটনায় ঢাকার ম্যানহোল থেকে উদ্ধারকৃত প্লাস্টিকের বর্জ্যের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে। যার ফলে আলোচিত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের বিভিন্ন সময় বৃষ্টির পর সন্ধ্যা থেকে একটানা ৬ ঘন্টা বৃষ্টি হয়। এতে তেজগাঁও, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, বনানী এলাকার সড়ক পানিতে ডুবে যায়।

উল্লেখ্য, সম্প্রতি অতিবৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতার ঘটনায় ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিথ্যা এবং একটি বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে আলাদা দুইটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, ঢাকায় অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টির ঘটনায় ভারতের বিহারের পাটনা শহরের ম্যানহোল থেকে উদ্ধারকৃত প্লাস্টিকের বর্জ্যের ছবিকে বাংলাদেশের ঢাকার ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img