সম্প্রতি, রাজধানীর মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তি এলাকার জলাবদ্ধ সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
একই দাবিতে টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাতে মিরপুরে জলাবদ্ধ সড়কে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জন নয় বরং একই পরিবারের তিনজনসহ ৪ জন মারা গেছেন।
অনুসন্ধানের শুরুতে কি ওয়ার্ড সার্চ করে ডেইলি স্টারে গত ২২ সেপ্টেম্বর “মিরপুরে জলাবদ্ধ সড়কে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর রাত ১০ টায় মিরপুরে জলাবদ্ধ সড়কে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। মিরপুরে ঢাকা কমার্স কলেজ সংলগ্ন হাজী রোড ঝিলপাড় বস্তি এলাকার সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ১ জন শিশু, ১ জন নারী ও ২ জন পুরুষ। মৃতরা হলেন- মিজান, তার স্ত্রী মুক্তা, তাদের মেয়ে লিমা এবং এই ৩ জনকে বাঁচাতে যাওয়া যুবক অনিক।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ৬ মাস বয়সী শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে শিশু হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। পরে সেখান থেকে শিশুটিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।
একই দিনে বিবিসি বাংলায় “ঢাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেয়া যায়নি তিন বছরেও” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন পাওয়া যায়।
এই প্রতিবেদনটিতেও ৪ জন মারা যাওয়ার তথ্য উল্লেখ করা হয়েছে।
এছাড়া, একই তারিখে প্রথম আলোতে “মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনসহ নিহত ৪” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকেও ৪ জন মারা যাওয়ার তথ্য পাওয়া যায়।
অর্থাৎ, সম্প্রতি মিরপুরের জলাবদ্ধ সড়কে বিদ্যুৎ তারে জড়িয়ে ৯ জন নয় বরং ৪ জন মারা গেছেন।
মূলত, গত ২১ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পষ্ট হয়ে একই পরিবারের তিনজনসহ চারজনের মৃত্যু হয়েছে। মিরপুরে কমার্স কলেজ সংলগ্ন ঝিলপাড় বস্তির বিপরীত পাশে রাস্তায় এ ঘটনা ঘটে। সেই সময়কার ধারণা করা হৃদয় বিদারক মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ জন মারা গিয়েছে দাবিতে ফেসবুকে প্রচার করা হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনের বিভিন্ন সময় বৃষ্টির পর সন্ধ্যা থেকে একটানা ৬ ঘন্টা বৃষ্টি হয়। এতে তেজগাঁও, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, বনানী এলাকার সড়ক পানিতে ডুবে যায়।
উল্লেখ্য, মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় আহত শিশু হোসাইন বেঁচে আছে। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
সুতরাং, মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জন মারা গেলেও উক্ত ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Daily Star- মিরপুরে জলাবদ্ধ সড়কে বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু
- BBB Bangla- ঢাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের তার নেয়া যায়নি তিন বছরেও
- Prothomalo- মিরপুরে জলাবদ্ধ রাস্তায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের তিনজনসহ নিহত ৪
- Daily Star- রাজধানীতে ৬ ঘণ্টায় ১১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- Jagonews24- অলৌকিকভাবে বেঁচে আছে মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট শিশু হোসাইন
- Rumor Scanner’s Own Analysis