সম্প্রতি ১৯৭৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ভিক্ষের দৃশ্য দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
![দুর্ভিক্ষের দৃশ্য](https://rumorscanner.com/wp-content/uploads/2024/08/unnamed-2024-08-19T141708.229.png)
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি ১৯৭৪ সালের বাংলাদেশের দুর্ভিক্ষের ছবি নয় বরং ১৮৭৬-১৮৭৮ সালে ভারতের মাদ্রাজ অঞ্চলে ঘটে যাওয়া দুর্ভিক্ষের ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে লন্ডন ভিত্তিক জাদুঘর ও গ্রন্থাগার ওয়েলকাম কালেকশনের ওয়েবসাইটে একই ছবি খুঁজে পাওয়া যায়। ছবিটির বর্ণনা থেকে জানা যায়, এটি ১৮৭৬-১৮৭৮ সালের ভারতের দুর্ভিক্ষের ছবি, যা ফটোগ্রাফার উইলবি ওয়ালেস হুপার ধারণ করেছিলেন।
![](https://rumorscanner.com/wp-content/uploads/2024/08/unnamed-2024-08-19T141742.481.png)
এছাড়া স্টক ফটোর ওয়েবসাইট অ্যালামিতেও একই ছবি পাওয়া যায়। ছবির বর্ণনা থেকে জানা যায়, হুপার ১৮৭৬-৭৮ সালের ভারতের মাদ্রাজ (বর্তমান চেন্নাই) দুর্ভিক্ষের এই ছবি তার মাদ্রাজ প্রেসিডেন্সি ভ্রমণের সময় তুলেছিলেন।
ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান গেটি ইমেজের মিউজিয়াম কালেকশনে উইলবি ওয়ালেস হুপারের তোলা মাদ্রাজ দুর্ভিক্ষের আরও কিছু ছবি পাওয়া যায়।
উইকিপিডিয়া থেকে জানা যায়, উইলফবি ওয়ালেস হুপার (Willoughby Wallace Hooper) ছিলেন একজন ব্রিটিশ ফটোগ্রাফার এবং সেনা কর্মকর্তা। তিনি ১৮৩৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১২ সালে মারা যান। হুপার তাঁর কাজের জন্য বিশেষভাবে পরিচিত, বিশেষ করে ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষের সময় তোলা ছবিগুলোর জন্য।
সুতরাং, ১৯৭৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্ভিক্ষের দৃশ্য দাবিতে ১৮৭৬-১৮৭৮ সালের ভারতের মাদ্রাজ অঞ্চলে ঘটা দুর্ভিক্ষের ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Wellcome Collection – Famine in India
- Alamy – Willoughby Wallace Hooper
- Getty Museum Collection – “Secunderabad.” (cover title) [Scenes of the Madras famine]
- Wikipedia – Willoughby Wallace Hooper