বাংলাদেশে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের পথ ধরে সেনাবাহিনীর হস্তক্ষেপে গত ০৫ আগস্ট পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদায় নিয়েছে তার সরকার। ভেঙে দেওয়া হয়েছে ১২তম জাতীয় সংসদ। সরকার পতনের পরবর্তী সময়ে দেশব্যাপী বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাসহ বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অন্তত ০৬ আগস্ট থেকে ইন্টারনেটের বিভিন্ন পোস্টের প্রথম আলোকে সূত্র দেখিয়ে দাবি করা হয়েছে, প্রথম দিনেই ৬২ হাজার গ্রামে লুটপাট হয়েছে।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রথম দিনেই ৬২ হাজার গ্রামে লুটপাট দাবিতে প্রথম আলো কোনো সংবাদ প্রকাশ করেনি বরং প্রথম আলোর নামে ভুয়া সূত্রে এই তথ্য গত ০৬ আগস্ট থেকে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রথম আলোয় কোনো সংবাদ প্রচার করদ হয়েছে কিনা তা জানতে গণমাধ্যমটির ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন কোনো তথ্য বা সংবাদের অস্তিত্ব মেলেনি। তবে অনুসন্ধানে প্রথম আলোর ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই পোস্টে বলা হয়, প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য নকল। তাদের প্রকাশিত নয়।
পরবর্তী অনুসন্ধানে আলোচিত দাবিতে অন্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে সরকার পতন পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী না থাকার সুযোগে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সুতরাং, সরকার পতনের প্রথম দিনেই ৬২ হাজার গ্রামে লুটপাট দাবিতে প্রথম আলো সংবাদ প্রকাশ করেনি, আলোচ্য দাবিটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Prothom Alo: Facebook Post
- Rumor Scanner’s own analysis