নির্মমভাবে হত্যার শিকার হওয়া এই ব্যক্তি হিন্দু নন, মুসলিম ধর্মাবলম্বী

সম্প্রতি, বাংলাদেশে এক হিন্দু ব্যক্তিকে গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করার ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও প্রচার করা হয়েছে।

এক্স-এ প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওর নির্মম হত্যাকাণ্ডের শিকার এই ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী নন বরং তিনি একজন মুসলিম ধর্মাবলম্বী। তার নাম রবিউল লিমন। গতবছরের ৫ আগস্ট উত্তরার হাউসবিল্ডিং এলাকায় তাকে ছাত্রলীগ সন্দেহে উত্তেজিত জনতা পাকড়াও করে পিটিয়ে হত্যা করে।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যালোচনা করে রিউমর স্ক্যানার ভিডিওটির শুরুর দিকে ‘বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন স্টাফ কোয়াটার্র, উত্তরা, ঢাকা’ শীর্ষক লেখা একটি গেট দেখতে পায়। গেটেরপাশেই ‘স্টাফ কোয়াটার্স’ লেখা একটি নাম ফলকও দেখতে পাওয়া যায়। 

Screenshot Collage by Rumor Scanner 

পরবর্তীতে উক্ত তথ্যের সূত্র ধরে গুগল ম্যাপের স্ট্রিট ভিউয়ের সহায়তায় জানা যায়, আলোচিত ঘটনাস্থলটি রাজধানী ঢাকার উত্তরার হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর স্টাফ কোয়াটার্র এর গেটের পাশে অবস্থিত। স্ট্রিট ভিউয়ের সহায়তায় ঘটনাস্থলের আলোচিত গাছটিও শনাক্ত করা যায়।

Place Comparison by Rumor Scanner 

পরবর্তীতে তথ্যগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বঙ্গবন্ধু আদর্শের প্রতিক নামের একটি ফেসবুক আইডিতে গত ৬ জানুয়ারি প্রচারিত আলোচিত ভিডিওটির একটি স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়। 

উক্ত ভিডিওটির বিভিন্ন কী-ফ্রেম ব্যবহার করে রির্ভাস ইমেজ সার্চের মাধ্যমে আলোচিত ঘটনার ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা দুটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওগুলো দেখুন এখানে এবং এখানে। উভয় ভিডিওতেই নিহত ব্যক্তিকে ছাত্রলীগ কর্মী বলে দাবি করা হয়।

Screenshot Collage by Rumor Scanner 

এছাড়াও একটি ভিডিওতে থাকা এক ব্যক্তিকে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতেও দেখতে পাওয়া যায়।

Video Comparison by Rumor Scanner 

পরবর্তীতে উক্ত তথ্যগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দৈনিক আজকের পত্রিকার ওয়েবসাইটে ২০২৪ সালের ৫ আগস্ট গুলি করার অভিযোগে হত্যার পর গাছে ঝোলানো হলো যুবকের লাশ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Ajker Patrika

প্রতিবেদনটি থেকে জানা যায়, এটি প্রকাশের দিন অর্থাৎ, ৫ আগস্ট গুলি করার অভিযোগে অজ্ঞাত এক যুবককে পিটিয়ে হত্যা করে উত্তরার ৮ নম্বর সেক্টরের স্টাফ কোয়ার্টারের সামনের একটি গাছে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

এছাড়াও জানা যায়, আন্দোলনকারীরা অভিযোগ করেন, যুবকটি ছাত্রলীগ করে। সে হাউজবিল্ডিং এলাকায় পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি করেছে। তাঁর ছোড়া গুলিতে এক শিশু আহত হয়েছে। তাঁরা আরও বলেন, ‘গুলি শেষ হয়ে যাওয়ার পর পালিয়ে যাওয়ার সময় ছাত্রসহ অন্যান্য লোকজন তাকে ধরে গণধোলাই দেয়। তারপর সে মারা গেলে পায়ে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়।’

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সোহান মাহমুদ জয় নামের একটি ফেসবুক আইডি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রলীগ মেরে গাছে লটকানো হয়েছে ঢাকা উত্তরা বিএনএস শীর্ষক শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

Face Comparison by Rumor Scanner

ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, এতে উত্তেজিত জনতা একজন ব্যক্তিকে পাকড়া করেছেন। অনেককে দাবি করতে শোনা যায় উক্ত ব্যক্তির কাছে পিস্তল আছে। পাশাপাশি উক্ত ব্যক্তির চেহারার সাথে আলোচিত ভিডিওর নিহত ব্যক্তির চেহারার তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়। উভয় ব্যক্তিরই মুখে দাঁড়ি আছে। 

এছাড়াও উক্ত ফেসবুক আইডি পর্যালোচনা করে একই দিনে প্রচারিত আলোচিত হত্যাকণ্ডের ঘটনারও আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে প্রাপ্ত সকল তথ্যের সমন্বয়ে বিভিন্ন প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে Borkot Mollal নামের একটি ফেসবুক আইডি থেকে ২০২৪ সালের ৭ আগস্ট প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Facebook 

পোস্টটি থেকে জানা যায়, গতবছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনায় রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত বিজয় মিছিলে রবিউল লিমন নামের পোস্টকারীর একজন কাজিন অংশগ্রহণ করেন। মিছিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে উপস্থিত জনতা তাকে ছাত্রলীগ কর্মী এবং আবু সাঈদ হত্যাকণ্ডের সাথে জড়িত পুলিশ কর্মকর্তা সন্দেহে উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করেন। পোস্টটিতে নিহত রবিউল লিমনের ফেসবুক আইডির সন্ধানও পাওয়া যায়। পরবর্তীতে নিহত ব্যক্তির ছবির চেহারার সাথে উক্ত পোস্টে যুক্ত রবিউল লিমনের ছবি এবং তার ফেসবুক প্রোফাইল থেকে প্রাপ্ত ছবির চেহারার তুলনামূলক বিশ্লেষণ করে মিল পাওয়া যায়। 

Face Comparison by Rumor Scanner

সুতরাং, গত বছরের ৫ আগস্ট রবিউল লিমন নামের একজন ব্যক্তিকে সন্দেহের বশে গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে হত্যা করার ভিডিওকে বাংলাদেশে হিন্দু ব্যক্তিকে হত্যার ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img