ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ০৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরই মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ০৮ আগস্ট দেশে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদে পরিবর্তন এসেছে। পুলিশের নতুন মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ময়নুল ইসলাম। এরই প্রেক্ষিতে, দায়িত্ব পাওয়ার পর পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করার দৃশ্য দাবিতে একটি ছবি ও তথ্য গণমাধ্যমসহ ফেসবুকে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখুন আমার বার্তা, ঢাকা টাইমস, ডেল্টা টাইমস ২৪।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে থাকা ব্যক্তিটি পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম নন বরং তিনি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এছাড়া, খালেদা জিয়ার সাথে নতুন পুলিশ প্রধানের সাক্ষাৎ এর দাবিটিও সঠিক নয়।
অনুসন্ধানের শুরুতে, প্রচারিত ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে Rahim Newsbogra নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ০৭ আগস্ট প্রচারিত একটি পোস্টে আলোচিত ছবিটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের বিস্তারিত অংশে ছবিতে খালেদা জিয়া’র পাশের ব্যক্তিকে সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলে পরিচয় করিয়ে দেওয়া হয়।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে বিএনপি’র মিডিয়া সেল এর ভেরিফায়েড ফেসবুক পেজে গত ২৬ মে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওতে বিএনপি’র মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনকে বক্তব্য দিতে দেখা যায়। তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, উক্ত ভিডিওর ব্যক্তি ও প্রচারিত ছবির ব্যক্তি একজনই।
আলোচিত ছবিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশের ব্যক্তিটি বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলে রিউমর স্ক্যানারকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির। নতুন পুলিশ প্রধানের সাথে খালেদা জিয়ার এখন পর্যন্ত সাক্ষাৎ হয়নি বলেও জানিয়েছেন তিনি।
দেশের প্রথম সারির কোনো গণমাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম দেখা করার দাবির বিষয়ে কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, পুলিশের নতুন মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দাবিতে হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের তোলা ছবি দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Rahim Newsbogra: Facebook Post
- BNP Media Cell: Facebook Post
- Rumor Scanner’s Own Research