সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ছবি প্রচার করা হয়েছে, যেখানে তাকে এক ব্যক্তির সাথে একটি রেস্টুরেন্টে বসে থাকতে দেখা যায়। ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে, “মিরপুর-২-এর কাবাব এক্সপ্রেস রেস্তোরাঁর মালিকের সাথে গতকাল ৩ ঘণ্টা বৈঠক করেছেন হাসনাত আব্দুল্লাহ।” আরও বলা হয়েছে, “কাবাব এক্সপ্রেসের মালিকের মাধ্যমে বিদেশে টাকা পাচারের বন্দোবস্ত করতেছে হাসনাত।”
উক্ত দাবিতে ফেসবুক প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।
এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিতে হাসনাত আবদুল্লাহর পাশে থাকা ব্যক্তি ‘কেবাব এক্সপ্রেস মিরপুর’ এর মালিক নন। এই ব্যক্তির নাম মুক্তাদির রশীদ রোমিও। তিনি একজন সাংবাদিক। অন্যদিকে, কেবাব এক্সপ্রেস মিরপুর- এর মালিক পনির হোসাইন নামের এক ব্যক্তি।
অনুসন্ধানে আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে ছবিতে হাসনাত আবদুল্লাহর সাথে থাকা ব্যক্তি সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিও বলে নিশ্চিত হয়েছে রিউমর স্ক্যানার।

পরবর্তীতে বিষয়টি সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিও-র সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি বলেন- ‘সম্প্রতি আমরা (সাংবাদিক রোমিও এবং হাসনাত আব্দুল্লাহ) দুজন মিরপুরের একটা রেস্টুরেন্টে বসে কাবাব খেয়েছি। পাশাপাশি রাজনীতিতে যে পরিমাণ টক্সিসিটি বাড়ছে তা কমিয়ে আনতে তরুণরা কিভাবে ভূমিকা পালন করতে পারে সে বিষয়ে আলোচনা করেছি। এই রেস্টুরেন্টটি আমাদের র্যানডম চয়েস।’
আলোচিত রেস্টুরেন্ট কেবাব এক্সপ্রেসের বিষয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম ওই রেস্টুরেন্টের ফেসবুক পেজের খোঁজ পায়। পেজের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে রেস্টুরেন্টের মালিক সম্পর্কেও তথ্য পাওয়া যায়। তাদের পেজে গত (১ সেপ্টেম্বর ২০২৪) একটি ফেসবুক পোস্ট পাওয়া যায় যেখানে তারা বিষয়টিকে অপপ্রচার হিসেবে উল্লেখ করে লিখেছেন- ‘কে বা কারা আমার কেবাব এক্সপ্রেস সম্পর্কে বা আমি পনির হোসাইন সম্পর্কে সামাজিক মাধ্যমে অপপ্রচার করছে। আমি পনির হোসাইন কোন রাজনৈতিক দল বা কোরামের সাথে কখনো জড়িত ছিলাম না এখনো নাই।’
তাদের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি লাইভও খুঁজে পাওয়া যায়। যেখানেও রেস্টুরেন্টটির সেফ পরিচয়দানকারী পনির হোসাইন নামের এক ব্যক্তি আলোচিত বিষয়টিকে অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন। তিনি থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবগত করেছেন বলেও ওই লাইভে জানিয়েছেন।
কেবাব এক্সপ্রেস মিরপুর রেস্টুরেন্টের মালিক পনির হোসাইন, যিনি নিজেই একজন সেফ। গণমাধ্যমের প্রতিবেদন থেকেও বিষয়টি জানা যায়। গত জুলাই মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে কেবাব এক্সপ্রেসের কর্ণধার হিসেবে পনির হোসাইনের নাম পাওয়া যায়। পনির হোসাইনের ফেসবুক আইডি এবং তাদের পেজের বিভিন্ন পোস্ট ও লাইভ থেকেও তিনি এই রেস্টুরেন্টের মালিক বলে নিশ্চিত হওয়া যায়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে কেবাব এক্সপ্রেস মিরপুর-এর মালিক পানির হোসাইনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টিকে অপপ্রচার এবং গুজব বলে জানান। থানায় বিষয়টি নিয়ে তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও রিউমর স্ক্যানারকে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৬ আগস্ট সাংবাদিক মুক্তাদির রশীদের দেয়া একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়, যেখানে তিনি বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং হাসনাত আব্দুল্লাহর ছবি যুক্ত করে একটি পোস্টে লেখেন— “এরা দুজনেই আমার বন্ধু। আমার বাড়তি টাকা থাকলে এদের দুজনকে নিয়ে ভালো কোন রেস্টুরেন্টে গিয়ে খুব মজা করে খেতে খেতে আড্ডা দিতাম।
পুনশ্চ সংঘাত উসকে দেবার প্রচুর মানুষ আছে। কিন্তু শান্তি খোঁজার মানুষের অভাব।”
সুতরাং, সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিওর সাথে হাসনাত আব্দুল্লাহর রেস্টুরেন্টে বসে থাকার ছবি রেস্টুরেন্ট মালিকের সাথে হাসনাত আব্দুল্লাহর গোপন বৈঠক দাবি করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Facebook Post- KEBAB Express Mirpur
- Facebook Post (2)- KEBAB Express Mirpur
- দৈনিক সকালের সময়- ভিন্ন স্বাদের সেরা কেবারের সমাবেশ শেফ পনির এর কেবাব এক্সপ্রেস মিরপুরে
- Facebook Post- Md Muktadir Rashid