সম্প্রতি, “এটি হচ্ছে কাবা শরিফের মিম্বর. প্রথম দেখে থাকলে আমিন লিখুন” শীর্ষক শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
একই দাবিতে ২০২১ সালের পোস্ট দেখুন এখানে এবং এখানে । আর্কাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
২০১৯ সালের পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
২০১৮ সালের পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, উক্ত ছবিটি কাবা শরীফের মিম্বরের কোন ছবি নয় বরং কাবা শরীফে প্রবেশের জন্য ব্যবহৃত সিঁড়ির ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, আব্রাহামিক ইতিহাস এবং প্রত্নতত্ত্বের অনলাইন সংরক্ষণাগার madainproject.com এর ওয়েবসাইট থেকে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ওয়েবসাইটটি থেকে জানা যায় যে, আলোচিত ছবিটি মক্কার মসজিদ আল-হারামের কেন্দ্রস্থলে অবস্থিত পবিত্র মসজিদে প্রবেশের জন্য ব্যবহার করা হত।
ভূমি থেকে কাবা শরীফের দরজার উচ্চতা ২.২ মিটার (৭.২ ফিট) হওয়ায় কাবা শরীফে প্রবেশের জন্য সিড়ির প্রয়োজন হয়। শতাব্দি ধরে মুসলিম শাসক এবং বিশিষ্ট মুসলিম ব্যক্তি এই সিঁড়ি নির্মাণ করে আসছেন।
ছয়টি পিতলের রোলারের উপর নির্মিত কাবায় প্রবেশের সিঁড়িটি উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ এর রাজত্বকালে আনুমানিক ১৮২৪ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে।
পাশাপাশি, সৌদি আরব ভিত্তিক ইংরেজি ভাষার পত্রিকা Arab News এর প্রকাশিত Makkah museum is a haven for holy artifacts শিরোনামে একটি প্রতিবেদনেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ভূমি থেকে কাবার উচ্চতা ২.২ মিটার হওয়ায় কাবা শরীফে প্রবেশ কিংবা পরিষ্কারের জন্য সিঁড়ির প্রয়োজন হয়। উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ এর শাসন আমলে পবিত্র কাবা শরীফে প্রবেশের জন্য আলোচিত সিঁড়িটি নির্মিত হয়। উক্ত সিঁড়িকে কাবা শরীফের মিম্বর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, মসজিদে ইমামের খুতবা প্রদানের জন্য উচু স্থানকে মিম্বর বলা হয়।
প্রসঙ্গত, প্রতিবছর শাবান মাসের প্রথম দিন পবিত্র কাবাঘর ধোয়ার কর্মসূচি পালন করা হয়। এতে সৌদি বাদশাহ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। অবশ্য শাবান মাসের প্রথমদিন ছাড়াও বছরের বিভিন্ন সময় কাবাঘর ধোয়ার উৎসব পরিচালনা করা হয়। এ দিন কাবার দরজার সঙ্গে বিশেষ সিঁড়ি লাগানো হয়। এরপর সবাই কাবাঘরের ভেতরে প্রবেশ করেন। এসময় দুই ঘণ্টা দরজা খোলা থাকে।
সূতরাং, কাবা শরীফে প্রবেশের সিঁড়িকে মিম্বর দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Madain project: https://madainproject.com/kabah_stairway
- Arab News: Makkah museum is a haven for holy artifacts | Arab News
- Bangla News24:কাবা শরিফ ধোয়ার পবিত্র উৎসব সম্পন্ন – banglanews24.com
- Britannica: minbar | Islam | Britannica