গত ০২ আগস্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র গণহত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদ এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া গণমিছিল কর্মসূচির সমর্থনে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না, শেখ হাসিনার বাপের না’ শীর্ষক স্লোগান যুক্ত একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।
০২ আগস্ট ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
০৩ আগস্ট ফেসবুক পোস্ট: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিলের প্রচারিত ভিডিওটি চলতি মাস ০২ আগস্টের নয় বরং, ভিডিওটি গত জুলাইয়ের। আলোচিত ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে, গত ১৪ জুলাই দিবাগত রাতে ‘অ নি য় ম’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত একটি পোস্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। সেদিন রাতে আরও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচারিত (১,২) পোস্টে একই ভিডিও প্রচার হতে দেখা যায়। এছাড়া Faruque Chan নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেদিন রাতে প্রচারিত একটি পোস্টে একই ঘটনার ভিন্ন কোণ থেকে ধারণকৃত একটি ভিডিও পাওয়া যায়।
সুতরাং, গত জুলাইয়ের ভিডিওকে ০২ আগস্টের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।