সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনের দৃশ্য দাবিতে জুলাই আন্দোলনের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সাধারণ জনতা। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মিছিল ‘’ভুয়া,ভুয়া”,”আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবোনা’ সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে।

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),

টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সম্প্রতি সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনের কোনো দৃশ্য নয় বরং, জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় গাজীপুরে অনুষ্ঠিত আন্দোলনের একটি ভিডিও আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে, ‘SM Nayeem Hasan’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ১৬ জুলাই প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়, যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবুহু মিল দেখা যায়। ফেসবুক ভিডিওর ক্যাপশনে লেখা – ‘’অস্তিত্বের লড়াইয়ে, ডুয়েট, গাজীপুর।” ফেসবুক ভিডিওটি দেখে নিশ্চিত হওয়া যায় আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের সময়ের নয় বরং গত বছরের কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিলের ভিডিও এটি।

বিষয়টি অধিকতর নিশ্চিত করতে রিউমর স্ক্যানার টিম ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং এতে ‘অঙ্কুর ক্যাডেট একাডেমি’ নামের একটি সাইনবোর্ড লক্ষ্য করা যায়। এই সূত্র ধরে গুগল ম্যাপে এই নামের একটি প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যায়। জানা যায়, এটি গাজীপুরের শিমুলতলী রোডে অবস্থিত। পরবর্তীতে গুগল ম্যাপ থেকে উক্ত রোডের ছবি সংগ্রহ করে এবং এর সঙ্গে ভিডিওটিতে দৃশ্যমান স্থাপনার তুলনা করে। এতে দেখা যায়, ভিডিওতে দৃশ্যমান স্থাপনার সঙ্গে শিমুলতলী রোডের অবকাঠামোর মিল রয়েছে। অর্থাৎ, ভিডিওটি গাজীপুরেই ধারণকৃত।

Photo comparison: Rumor Scanner

এছাড়া অনুসন্ধানে জানা যায়, গত বছরের ১৬ জুলাই গাজীপুরে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেদিন বিকাল ৩টায় ডুয়েটের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে এটি শুরু হয়। এরপর ডুয়েট থেকে গাজীপুর চৌরাস্তার উদ্দেশ্যে পদযাত্রা করা হয় এবং চৌরাস্তা গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

সুতরাং, কোটা সংস্কার আন্দোলনের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের সমন্বয়কদের বিরুদ্ধে আন্দোলনের ভিডিও হিসেবে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img