মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা করছেন শীর্ষক দাবিটি ভুয়া, প্রচারিত ভিডিওটি সম্পাদিত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালকে জড়িয়ে দাবি প্রচার করা হয়েছে, “আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব, এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না, আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের  পক্ষ নিয়ে কথা বলবেন, এই বাংলাদেশ আমার আপনার সবার, অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি।”

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত কথাগুলো সাংবাদিক মাসুদ কামালের কণ্ঠে মাসুদ কামালের বলার অবস্থায় ধারণকৃত প্রায় ২৮ সেকেন্ডের একটি ভিডিওও অনলাইনে প্রচার করা হয়েছে। ফেসবুকে প্রচারিত এরূপ পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

টিকটকে এরূপ দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত ২৮ সেকেন্ডের কথাগুলোসহ ‘ড. ইউনূস আমাকে গ্রেফতারের হুমকি দিয়েছে : মাসুদ কামাল’ শীর্ষক শিরোনামে মাসুদ কামালের ৬ মিনিট ৪২ সেকেন্ডের কথা বলার একটি ভিডিও অনলাইনে প্রচার করা হয়েছে। ভিডিওটিতে মাসুদ কামালকে গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশসহ আরো কিছু বিষয়ে কথা বলতে দেখা যায়। এরূপ দাবিতে ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উল্লেখ্য, টিকটক ও ফেসবুকে মাসুদ কামালের গ্রেফতারের আশঙ্কা প্রকাশের উপরোল্লিখিত ২৮ সেকেন্ডের ভিডিও পোস্টের নানা পোস্টে উক্ত ইউটিউব ভিডিওটির থাম্বনেলের ছবির সংযুক্তিও পাওয়া যায়।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারের আশঙ্কা জানিয়ে সাংবাদিক মাসুদ কামাল কোনো বক্তব্য দেননি। বিষয়টি মাসুদ কামাল নিজেই তার ইউটিউব চ্যানেল ‘কথা’ ও তার ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। এছাড়া মাসুদ কামালের নিজ মুখে গ্রেফতারের আশঙ্কা প্রকাশের ভিডিওটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে তৈরি করা হয়েছে। প্রকৃতপক্ষে, গত ৮ আগস্ট ইউটিউব চ্যানেল ‘কথা’য় তাকে নিয়ে ছড়ানো ভুয়া তথ্যগুলো শনাক্ত করে পড়ে শুনিয়ে একটি ভিডিও প্রচার করেন মাসুদ কামাল। এমনই একটু ভুল তথ্য পড়ে শোনানোর  অংশ কাটছাঁট করে ব্যকগ্রাউন্ড পরিবর্তন করে মাসুদ কামালের নিজ মুখে গ্রেফতারের আশঙ্কা প্রকাশের ভিডিও ফুটেজ দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে মাসুদ কামালের ফেসবুক অ্যাকাউন্ট, মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’ এবং ‘অন্য মঞ্চ মাসুদ কামাল’ পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির অনুরূপ গ্রেফতারের আশঙ্কা জানিয়ে মাসুদ কামালকে কোনো বক্তব্য দিতে বা পোস্ট করতে দেখা যায়নি। এছাড়া, অন্য কোথাও মাসুদ কামালের এরূপ মন্তব্য করার সপক্ষেও নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

মাসুদ কামালের গ্রেফতারের আশঙ্কা জানানোর ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’য় গত ৮ আগস্টে ‘গ্রেপ্তার কিংবা দেশ ছাড়ার কথা আসছে কেন?’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটিতে আলোচিত দাবির বিষয়ে মাসুদ কামালকে কথা বলতে শোনা যায়। ভিডিওটিতে মাসুদ কামাল বলেন, তিনি একটি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সম্প্রতি প্রফেসর ড. নাজমুল হাসান কলিমুল্লাহর গ্রেপ্তারের প্রসঙ্গে জৈষ্ঠ্য সাংবাদিক ও কলামলেখক আনিস আলমগীরের সাথে একটি আলোচনায় কথা প্রসঙ্গে কলিমুল্লাহর কথা ওঠে এবং গ্রেফতারের বিষয়ে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। তিনি বলেন, কলিমুল্লাহর গ্রেপ্তারের ঘটনাটি দুর্নীতি মামলার ভিত্তিতে হলেও, অনেকেই মনে করছেন এটি রাজনৈতিক কারণে করা হয়েছে। এরই প্রেক্ষিতে মাসুদ কামালও গ্রেপ্তার হতে পারেন এমন আশঙ্কা ছড়িয়েছে এবং তার প্রেক্ষিতে অনেকে মাসুদ কামালের সাথেও যোগাযোগ করেছেন। ভিডিওটিতে মাসুদ কামাল বলেন, তিনি চিন্তিত নন। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং তার গ্রেপ্তারের আশঙ্কা নেই। এছাড়া, দেশ ছাড়ারও কোনো পরিকল্পনা নেই তার।

উক্ত ভিডিওটির ৪ মিনিট ১৩ সেকেন্ড থেকে ৪ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত মাসুদ কামালকে একটি ফেসবুক পোস্ট পড়ে শুনাতে দেখা যায় যেখানে তিনি পোস্টে থাকা লেখা পড়েন। পোস্টটিতে লেখা ছিল, “আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি হয়তো গ্রেফতার হতে পারি, আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আমি নিরপেক্ষভাবে সারা জীবন কথা বলে যাব, এ বাংলাদেশ এ বাংলাদেশের ইতিহাস যাকে নিয়ে লেখা সেই বঙ্গবন্ধুকে আমি কখনো অপমানিত হতে দেবো না, আমি যদি গ্রেফতার হয়ে যাই আপনারা সবাই এই দেশের  পক্ষ নিয়ে কথা বলবেন, এই বাংলাদেশ আমার আপনার সবার,অন্যায়ের কাছে কখনো মাথা নত করিনি।”

Comparison : Rumor Scanner

উল্লিখিত নির্দিষ্ট অংশের সাথে মাসুদ কামালের গ্রেফতারের আশঙ্কা জানানোর ভিডিও দাবিতে প্রচারিত ২৮ সেকেন্ডের ভিডিও এর তুলনা করলে ব্যকগ্রাউন্ড ছাড়া সবকিছুর হুবহু মিল পাওয়া যায় এবং নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি মূলত উক্ত ভিডিওর এই সুনির্দিষ্ট অংশ নিয়ে বানানো হয়েছে। ভিডিওটিতে আলোচিত লেখা পড়ার পর মাসুদ কামাল বলেন, “এইযে কথাগুলি লেখা হয়েছে না, কথাগুলি ঠিকই আছে কিন্তু। কথাগুলি ঠিকই আছে। আমি যদি কখনো স্ট্যাটাস দেই অথবা পোস্ট করি হয়তো এরকমই হবে। কিন্তু আমার কথাটা হলো এটা তো আমি লিখিনি। এই যে আমার নামে যে সবার ছবি দিয়ে আমার নামে লেখা বলা হয়েছে আমি সাংবাদিক মাসুদ কামাল বলছি, আমি যদি এ কথাটা করে বলে থাকি তাহলে তো আমি আমার ফেসবুকে দিব। আরেকজন লোক কেন লিখবে? সেটা আমি, এটা কিভাবে হয়। তো এটা আমি করিনি ভাই। যিনি এই কাজটা করেছেন তার প্রতি আমার অনুরোধ। হয়তো উনি আমাকে ভালোবাসেন হয়তো উনি আমাকে নিরাপদে দেখতে চান এজন্য করেছেন। কিন্তু আমি যেটা বলিনি সেটা আমার মুখ দিয়ে আপনারা চালাবেন না প্লিজ।”

এছাড়াও, মাসুদ কামালের গ্রেফতারের আশঙ্কা নিয়ে ‘ড. ইউনূস আমাকে গ্রেফতারের হুমকি দিয়েছে : মাসুদ কামাল’ শীর্ষক শিরোনামে ৬ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ইউটিউবে প্রচার হয়েছে যার শুরুতে আলোচিত ২৮ সেকেন্ডের আশঙ্কা প্রকাশের ভিডিও দাবিতে প্রচারিত ভিডিওটি রয়েছে৷ উক্ত ভিডিওটির সাথে ‘কথা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত উপরোল্লিখিত ভিডিওটি তুলনা করলে দেখা যায়, ‘কথা’ চ্যানেলে প্রচারিত ভিডিওটির ব্যকগ্রাউন্ড পরিবর্তন করা হয়েছে এবং কথা চ্যানেলে প্রচারিত উক্ত ভিডিওটিতে মাসুদ কামালের 00:00-2:01, 2:18-3:28, 5:51-5:58, 6:29-7:14, 7:24-7:54, 7:56- 8:32, 9:01-9:21, 10:30-11:11 টাইমস্ট্যাম্পে বলা কথাগুলো ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কেটে নিয়ে আলোচিত দাবিতে প্রচারিত ৬ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও তৈরি করা হয়েছে। নানা জায়গায় মাসুদ কামাল নিজের অবস্থান পরিষ্কার করে সঠিক তথ্য দিলেও তা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাদ দেওয়া হয়েছে। যেমন ২:০১ সেকেন্ডের পর আসল ভিডিওতে মাসুদ কামাল বলেন, তিনি চিন্তিত নন। কিন্তু ৬ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওটিতে সেই অংশ বাদ দেওয়া হয়েছে। মূলত, ‘কথা’ ইউটিউব চ্যানেলে মাসুদ কামাল তাকে জড়িয়ে প্রচার করা ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য পড়ার পর তার বিভ্রান্তি ও তার প্রেক্ষিতে আসল ঘটনা নিয়ে আলোচনা করলেও ৬ মিনিট ৪২ সেকেন্ডের প্রচারিত ভিডিওটিতে সেসব নানা অংশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কাটছাঁট করে ব্যকগ্রাউন্ড পরিবর্তন করে তৈরি করা হয়েছে।

এছাড়াও, অনুসন্ধানে মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’য় গত ১০ আগস্টে ‘ভূয়া অডিও ভিডিও আর পোস্টে বিপর্যস্ত আমি’ শিরোনামে প্রচারিত আরেকটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটিতেও তাকে নিয়ে প্রচারিত আলোচিত দাবিকে ভুয়া জানান তিনি।

মাসুদ কামালের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে আলোচিত দাবির বিষয়ে গতকাল (১১ আগস্ট) প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে তিনি বলেন, “খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছি। ফেসবুক-ইউটিউবে আমার নামে বেশ কিছু পোস্ট ও ভিডিও ছড়িয়ে পড়েছে। আমি নাকি গ্রেফতার আতঙ্কে ভুগছি, আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হচ্ছে, দেশ ছেড়ে পালাচ্ছি, জীবননাশের হুমকি দেওয়া হয়েছে– এরকম অনেক কিছু। আসলে এসবই ভূয়া। যে ভিডিওটি ছাড়া হয়েছে, শুনতে অনেকটা আমার কণ্ঠের মতোই মনে হয়, সেটাও এআই দিয়ে তৈরি। আমি ওরকম কিছু বলিনি। এধরনের কোনও ফেসবুক পোস্টও আমি দিইনি। যারা এই কাজ করেছেন, তারা অনৈতিক কাজ করেছেন। আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন, আমার ক্ষতি করার চেষ্টা করেছেন।..”

উল্লেখ্য, মাসুদ কামাল প্রচারিত ভিডিওকে এআই বললেও প্রকৃতপক্ষে ভিডিওটি তারই গত ৮ আগস্টের ভিডিওতে কোট করে বলা কথার ব্যকগ্রাউন্ড পরিবর্তন করে তৈরি করা হয়েছে। 

সুতরাং, মাসুদ কামাল গ্রেফতারের আশঙ্কা জানিয়েছেন শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img