সম্প্রতি, নোয়াখালীতে গরু চুরি করতে গিয়ে যুবদল ও ছাত্রদলের ৪ জন নেতকর্মী স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। একই ছবিটি নোয়াখালীতে যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক হওয়ার দাবিতেও প্রচার করা হয়েছে।

যুবদল ও ছাত্রদল দাবিতে প্রচারিত পোস্টগুলো দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
যুবলীগ ও ছাত্রলীগ দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নোয়াখালীতে গরু চুরির দায়ে যুবদল-ছাত্রদল কিংবা যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক দাবিতে প্রচারিত তথ্যগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে, ভারতের আসাম রাজ্যের মাসেগাঁওন গ্রামে গরু চুরির ঘটনায় আটক ব্যক্তিদের ছবি আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম Northeast Now-এর ওয়েবসাইটে গত ০৪ মে Assam: Four held for alleged cattle theft in Masegaon শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ফিচার ইমেজের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির মিল রয়েছে। উভয় ছবিতেই একই রঙের দুটো গুরু দেখতে পাওয়া যায়। পাশাপাশি আটক ব্যক্তিদের চেহারারও মিল দেখতে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া জেলার মার্গারিটা থানাধীন মাসেগাঁওন গ্রামে গরু চুরির ঘটনায় স্থানীয়দের হাতে আটক চার ব্যক্তির। আটক ব্যক্তিদের নাম পোহেশ্বর বরা, রঞ্জিত ফুকন, অতুল দিহিঙীয়া এবং বিতু গগৈ।
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আরেকটি ভারতীয় গণমাধ্যম Sentinel Assam এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।
এছাড়াও সাম্প্রতিক সময়ে নোয়াখালীতে কোনো গরু চুরির ঘটনা বা তার সাথে কোনো রাজনৈতিক ব্যক্তির সংশ্লিষ্টতা সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনুসন্ধান করেও এ বিষয়ক কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, নোয়াখালীতে গুরু চুরির ঘটনায় যুবদল-ছাত্রদল কিংবা যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের আটক হওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Northeast Now Website: Assam: Four held for alleged cattle theft in Masegaon
- Sentinel Assam Website: Assam: 4 Cattle-Lifters Arrested and Handed Over to Margherita Police