বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

ভিডিওটি পার্বত্য চট্রগ্রামে কুকি-চিন এর ওপর যৌথ বাহিনীর অভিযানের নয়

সম্প্রতি, “শাব্বাস, বাংলাদেশ যৌথ বাহিনী। পার্বত্য চট্টগ্রামে জংঙ্গী সংগঠনের নির্মূল করার মাস্টার প্লান নিয়ে সময়ােপযােগী সাড়াশি অভিযান শুরু করে এ পর্যন্ত অনেকটা সফল হয়েছে। kuki-chin National Front (KNF) TISTOJ DUanaca স্বায়ত্তশাসিত দেশ হিসেবে দাবি করছে, ইতিমধ্যে তাদের অনেক গুলাে আস্তানা গুড়িয়ে দেয়া হয়েছে। KNF ইতিমধ্যে ‘ ভিডিও বার্তা দিয়ে পিছু হটার ঘােষণা দিয়েছে।…” শীর্ষক শিরোনামে একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ভিডিওটিকে পাহাড়ী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন এর ওপর বাংলাদেশের যৌথ বাহিনীর সামরিক অভিযানের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে
আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিনের ওপর বাংলাদেশ যৌথ বাহিনীর অভিযানের ভিডিও নয় বরং এটি মিয়ানমারের কায়াহ রাজ্যের কারেনি আর্মি নামের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অনুশীলনের ভিডিও।

ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে ‘Ayarwaddy Channel’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ আগস্ট আপলোড করা একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, “KA army ရဲ့ အရေးပေါ် တုံ့ပြန်ရေး လေ့ကျင့်ခန်း, যার ফেসবুকে স্বয়ংক্রিয় অনুবাদ Emergency response exercise by KA”।

পরবর্তীতে ক্যপশনে পাওয়া তথ্য অনুযায়ী কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে কেএ আর্মির ইউটিউব চ্যানেল ‘KAREN ARMY’ খুঁজে পাওয়া যায়। তাদের ইউটিউব চ্যনেলে ম্যানুয়ালি অনুসন্ধানে “Karenni Army” শীর্ষক শিরোনামে গত ২২ জুন ২০২২ তারিখে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

কুকি-চিন এর ওপর যৌথ বাহিনীর চলমান অভিযানের পরিপ্রেক্ষিতে ফেসবুকে ভাইরাল হওয়া যৌথ বাহিনীর অভিযানের ভিডিও দাবি করে প্রচারিত ভিডিওটি এবং কারেন আর্মি’র ইউটিউব চ্যানেলে গত জুনে আপলোড করা ভিডিওটির ফ্রেম টু ফ্রেম একই হওয়ায় এটি নিশ্চিত হওয়া যায় যে এটি বাংলাদেশ যৌথ বাহিনীর সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে সামরিক অভিযানের কোন ভিডিও নয়।

মূলত, পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী কুকি-চিন সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু করেছে র‍্যাব এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গড়া জয়েন্ট ফোর্স। এই যৌথ অভিযানের প্রেক্ষিতে যৌথ অভিযানের ভিডিওচিত্র দাবিতে মিয়ানমারের ‘কারেন আর্মি’ নামের একটি সশস্ত্র গোষ্ঠীর আত্মরক্ষামূলক অনুশীলনের পুরনো ভিডিও সংগ্রহ করে ভিডিওটিকে বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযান দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রসঙ্গত, Karenni Army হলো Karenni National Progressive Party (KNPP) এর সশস্ত্র শাখা, যা মিয়ানমারের পূর্ব কায়াহ রাজ্যে সশস্ত্র এ গোষ্ঠীটি কাজ করে। Karenni Army মূলত Karenni জাতিসত্ত্বার স্বাধিকারের জন্য লড়াই করে।

উল্লেখ্য, “গত ১৮ অক্টোবর দৈনিক সমকালে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, “দেশে গড়ে ওঠা একটি নতুন জঙ্গি সংগঠনের সঙ্গে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) যোগসূত্র পাওয়ার পর পার্বত্য চট্টগ্রাম এলাকায় যৌথ অভিযান চলছে। নতুন জঙ্গি সংগঠনের সদস্যদের ধরতে সেনাবাহিনী ও র‍্যাব এই অভিযান চালাচ্ছে।”

সুতরাং, মিয়ানমারের কারেনি আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অনুশীলনের একটি ভিডিওকে পার্বত্য চট্রগ্রামে বিদ্রোহী সন্ত্রাসী গোষ্ঠী কুকি-চিন এর ওপর বাংলাদেশের যৌথ বাহিনীর অভিযান দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img