গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ২২২টি সংসদীয় আসনে জয়লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তবে গত ১৭ জানুয়ারি ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে “ফাইনালি পুনরায় তফসিল ঘোষণা করলেন সিইসি শেখ হাসিনাকে কঠিন হুমকি দিল যুক্তরাষ্ট্র।Bd news today” শীর্ষক শিরোনাম এবং “হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিল জোবাইডেন ফাইনালি পূনরায় তফসিল ঘোষণা করলেন সিইসি” শীর্ষক থাম্বনেইলে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ইউটিউবে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দেননি এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালও পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করেননি বরং অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। উক্ত ভিডিওটিতে কোথাও জো বাইডেন কর্তৃক শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ কিংবা প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবির স্বপক্ষে কোনো দৃশ্য দেখা যায়নি।
ভিডিওটিতে প্রচারিত ভিডিও ক্লিপগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই – ০১
আলোচিত ভিডিওটিতে দাবিটি প্রসঙ্গে দেখানো ১ম ভিডিওটিতে ভয়েজ বাংলার প্রতিষ্ঠাতা ও সাংবাদিক মোস্তফা ফিরোজকে দেখা যায়। ভিডিওটির অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ভয়েজ বাংলার ইউটিউব চ্যানেলে গত ১৭ জানুয়ারি “নির্বাচন হয়েছে একপক্ষীয় ও পাতানো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ I Mostofa Feroz I Voice Bangla” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।
উক্ত ভিডিওটির একটি অংশের সাথে আলোচিত ভিডিওর মোস্তফা ফিরোজের ফুটেজ অংশের হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
ভিডিওতে মোস্তফা ফিরোজকে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজস্ব মতামত ব্যক্ত করতে দেখা যায়। ভিডিওর কোথাও তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতারের নির্দেশ কিংবা সিইসির পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে কিছু বলতে দেখা যায়নি।
ভিডিও যাচাই – ২
আলোচিত ভিডিওটির পরবর্তী অংশে বাংলাদেশের রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে দেখা যায়। ভিডিওটির অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গোলাম মাওলা রনির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি “বাংলাদেশ নিয়ে হোয়াইট হাউজে গরম আলোচনা! পেন্টাগনের নতুন টার্গেট! আ.লীগের ভবিষ্যৎ কি!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির একটি অংশই আলোচিত ভিডিওটিতে যুক্ত করা হয়েছে।
ভিডিওতে গোলাম মাওলা রনিকে নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গেলেও আলোচিত দাবি প্রসঙ্গে কোনো কিছু বলতে শোনা যায়নি।
অর্থাৎ গোলাম মাওলা রনির এই ভিডিওটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে আলোচিত দাবিতে যুক্ত করা হয়েছে।
এছাড়া গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ কিংবা নির্বাচন কমিশন কর্তৃক পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবির সত্যতা পাওয়া যায়নি।
মূলত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ২২২টি আসনে জয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনের পরবর্তী সময়ে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ রাজনৈতিক দলগুলোকে জড়িয়ে ইন্টারনেটে বিভিন্ন তথ্য প্রচার আসছে৷ এরই ধারাবাহিকতায় গত ১৭ জানুয়ারি “হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিল জোবাইডেন ফাইনালি পূনরায় তফসিল ঘোষণা করলেন সিইসি” শীর্ষক শিরোনামে ইন্টারনেটে একটি তথ্য প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবির সত্যতা পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে অধিক ভিউ পাওয়ার আশায় চটকদার শিরোনাম ও থাম্বনেইল ব্যবহার করে ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো কিছু ভিডিও ক্লিপ যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ এবং সিইসি কাজী হাবিবুল আউয়ালের পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।