সম্প্রতি, আইসিসি বিশ্বকাপকে ইন্ডিয়ান বিশ্বকাপ বলে টুইট করেছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় শীর্ষক দাবিতে টুইটের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় আইসিসি বিশ্বকাপকে ইন্ডিয়ান বিশ্বকাপ বলে কোনো টুইট করেননি। প্রকৃতপক্ষে, জেসন রয়-এর এক্স (টুইটার) অ্যাকাউন্টে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া টুইটের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত টুইট স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে ছড়িয়ে পড়া টুইটের স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার টিম। এতে থাকা তথ্যানুযায়ী, জেসন রয়-এর এক্স অ্যাকাউন্ট @JasonRoy2Ø থেকে গত ৫ নভেম্বর আলোচিত টুইটটি করা হয়েছে।
তথ্যটির সত্যতা যাচাইয়ে জেসন রয়-এর এক্স আইডিতে করা সর্বশেষ পোস্টসমূহ (টুইট) পর্যালোচনা করেও উক্ত পোস্টটির (টুইট) কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও দেখা যায়, উক্ত এক্স আইডিতে ২৮ আগস্টের পর কোনো পোস্টই (টুইট) করা হয়নি। অর্থাৎ, তিনি চলমান আইসিসি ওডিআই বিশ্বকাপ নিয়ে কোনো প্রকার পোস্ট (টুইট) করেননি।
পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক নানা কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও উক্ত পোস্টের (টুইট) বিষয়ে দেশী কিংবা বিদেশী গণমাধ্যমে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় আইসিসি বিশ্বকাপ-কে ইন্ডিয়ান বিশ্বকাপ বলে তার এক্স অ্যাকাউন্টে কোনো পোস্ট (টুইট) করেননি।
মূলত, গত ৫ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে চলমান ক্রিকেট বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষেব মাঠে নামে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। কিন্তু ৩২৭ রানের টার্গেটে মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় সাউথ আফ্রিকান ক্রিকেটাররা। যা থেকে ম্যাচটিতে ভারতীয় দলের নেওয়া রিভিউগুলো নিয়ে পক্ষপাতিত্বের প্রশ্নও উঠে। এ নিয়ে দর্শকদের মাঝে শুরু হয় আলোচনা সমালোচনা। এরই পরিপ্রেক্ষিতে আইসিসির সমালোচনা করে গত ৫ নভেম্বর ইংলিশ ব্যাটসম্যান জেসন রয় তার এক্স অ্যাকাউন্টে আইসিসি বিশ্বকাপ-কে ইন্ডিয়ান বিশ্বকাপ বলে পোস্ট (টুইট) করেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটটি ভুয়া ও বানোয়াট। প্রকৃতপক্ষে, ইংলিশ ক্রিকেটার জেসন রয় এমন কোনো টুইটটি করেননি। এছাড়াও তিনি চলমান বিশ্বকাপ নিয়েও কোনো প্রকার টুইট করেননি।
সুতরাং, আইসিসি বিশ্বকাপ-কে ইন্ডিয়ান বিশ্বকাপ বলে নিজের এক্স অ্যাকাউন্টে ইংলিশ ক্রিকেটার জেসন রয়-এর (পোস্ট) টুইট করার দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Jason Roy X (Twitter) Account: (2) Jason Roy (@JasonRoy20) / X (twitter.com)
- Rumor Scanner’s Own Analysis