বৌ ব্যবসায় সফল ফারুকী শীর্ষক কোনো সংবাদ দেয়নি যমুনা টিভি

গত ১০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এরই প্রেক্ষিতে ‘বৌ ব্যাবসায় সফল ফারুকী; উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বঙ্গভবনে!’ শীর্ষক শিরোনামে যমুনা টিভির ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড রিলস আকারে ফেসবুকে প্রচার করা হয়। 

উক্ত ফটোকার্ড সম্বলিত ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বৌ ব্যবসায় সফল ফারুকী শীর্ষক শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি যমুনা টিভি বরং, যমুনা টিভির ভিন্ন সংবাদের একটি ফটোকার্ডকে সম্পাদনা করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডে যমুনা টিভির লোগো এবং ১০ নভেম্বর তারিখ উল্লেখ থাকার প্রেক্ষিতে গণমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে উক্ত তারিখে একই শিরোনামে কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে একইদিন মোস্তফা সরয়ার ফারুকীর বিষয়ে প্রকাশিত আরেকটি ফটোকার্ডের সন্ধান পাওয়া যায়।  এই ফটোকার্ডে ‘উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী’ শীর্ষক শিরোনাম উল্লেখ রয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে দেখা যায়, এই ফটোকার্ডের ওপরই আলোচিত ফটোকার্ডের ছবি ও শিরোনাম সম্পাদনা করা হয়েছে। 

Comparison: Rumor Scanner 

এই ফটোকার্ডের শিরোনাম বদলে দিয়ে লেখা হয়েছে ‘বৌ ব্যাবসায় সফল ফারুকী; উপদেষ্টা হিসেবে শপথ নিলেন বঙ্গভবনে!’ লেখা হয়েছে। ফটোকার্ডে ওপরে একপাশে ফারুকীর একটি ছবি ও পাশে একটি সিনেমার চিত্র যোগ করা হয়েছে, যদিও যমুনা টিভির আসল ফটোকার্ডে ফারুকীর এই ছবি বা সিনেমার চিত্রটি নেই।

তাছাড়া দাবিকৃত ফটোকার্ডে ‘’হিসেবে” এবং “সফল” বানান ভুল রয়েছে যা যমুনা টিভির ফটোকার্ডে সাধারণত লক্ষ্য করা যায়না। যমুনা টিভির ফটোকার্ডে ব্যবহৃত লেখার ফন্ট ও ভাইরাল হওয়া ফটোকার্ডের ফন্টও ভিন্ন।  

পরবর্তী অনুসন্ধানে অন্য কোনো গণমাধ্যমে উক্ত দাবিতে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রচারের প্রমাণ মেলেনি।

সুতরাং, মোস্তফা সরয়ার ফারুকীর উপদেষ্টা হওয়ার প্রস্তাব সংক্রান্ত যমুনা টিভির ফটোকার্ড বিকৃত করে ‘বৌ ব্যবসায় সফল ফারুকী’ শীর্ষক দাবি যুক্ত করে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পাদিত। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img