জামাই চাই দাবিতে প্রচারিত নারীদের মিছিলের ভিডিওটি সাউন্ডট্র‍্যাক এডিটেড

সম্প্রতি, “জামাই জামাই জামাই চাই, শীত কালের সম্বল, জামাই আমার কম্বল” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে
টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে।

ফ্যাক্টচেক

ফ্যাক্টচেকঃ রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি জামাই চাই দাবিতে সংঘটিত কোন মিছিলের নয় বরং এটি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় ধারণ করা ভিডিও এবং জামাই চাই স্লোগানটি ভিডিওটিতে এডিট করে বসানো।

ভিডিও যাচাই

ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে Md. Mehedi Hasan নামের একটি ফেসবুক আইডিতে গত ৪ জানুয়ারিতে “ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ। তোমরাই রাজপথের সৌন্দর্য।” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়।

এছাড়া, একই দিনে প্রকাশিত একই মিছিলের আরো কিছু ছবি এবং ভিডিও খুঁজে পাওয়া যায়।

পরবর্তীতে, Abdul Kader নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ৪ জানুয়ারি প্রকাশিত একটি পোস্টে একই স্থানের ভিন্ন কোণে ধারণ করা মূল ভিডিওর অনুরূপ আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

মিছিল
Altered by Rumor Scanner

মূলত, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রায় নারীদের পদচারণের একটি ভিডিওতে ভিন্ন একটি অডিও ক্লিপ সংযুক্ত করে জামাই চাই স্লোগানে নারীদের মিছিল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

অডিও যাচাই

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, Abdullah Khan নামের একটি ফেসবুক আইডিতে ২০২১ সালের ২৩ ডিসেম্বরে “জামাই চাই” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওতে ‘জামাই চাই জামাই চাই’ স্লোগানটি খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটি মূলত একটি TikTok ভিডিও, যা Aminul Islam Sohel নামের একটি টিকটিক আইডিতে ২০২০ সালের ২০ ডিসেম্বর আপলোড করা হয়।

@mdjonaydgmail.com♬ original sound – Aminul Islam Sohel

মূলত, সেই টিকটিক ভিডিও এর অডিও কাট করে প্রযুক্তির সহায়তায় গত ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করা ঢাকা পলিটেকনিকের ছাত্রীদের ভিডিওতে যুক্ত করে জামাই চাই দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো পড়ুনঃ অটোরিকশা থেকে গর্ভবতী মহিলাকে উদ্ধারের ভিডিওটি পূর্বপরিকল্পিত

উল্লেখ্য, ” এই স্লোগান এর অডিও ইতিপূর্বেও বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও ক্লিপের সাথে যুক্ত করে প্রচার করা হয়েছে।

অর্থাৎ, একটি ভিন্ন ভিডিওর অডিও কাট করে ছাত্রলীগের প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করা ছাত্রীদের ভিডিও ক্লিপের সাথে যুক্ত করে মেয়েদের জামাই চাই মিছিল দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জামাই জামাই জামাই চাই, শীত কালের সম্বল, জামাই আমার কম্বল
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. Abdul Kader: https://www.facebook.com/100009162071154/videos/340382667937185 – Archive: https://perma.cc/P7RF-NPUW
  2. Md. Mehedi Hasan Post: https://www.facebook.com/mehedi.abid.92/videos/1551793651844794/ – Archive: https://perma.cc/2PFT-3K2V
  3. Md. Mehedi Hasan Post 2: https://www.facebook.com/mehedi.abid.92/videos/448632256727559 – Archive: https://perma.cc/H6N2-JNBP
  4. Md. Mehedi Hasan Post 3: https://www.facebook.com/mehedi.abid.92/posts/3064626270472047 – Archive: https://perma.cc/P4UA-LKPJ
  5. Abdullah Khan: https://fb.watch/aKI9XMgiOv – Archive: https://perma.cc/4MLG-RLF8
  6. TikTok Video/Audio: https://www.tiktok.com/@mdjonaydgmail.com/video/7043611380079021338 / https://www.tiktok.com/music/original-sound-7043611390069787418
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img