বৃহস্পতিবার, অক্টোবর 3, 2024
spot_img

আওয়ামী লীগকে জোট ভুক্ত করা নিয়ে জামায়াতকে জড়িয়ে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “দেশের স্বার্থে প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও জোট করবে জামাতি ইসলাম।”- শীর্ষক তথ্যে বা শিরোনামে জাতীয় দৈনিক কালবেলার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

উক্ত দাবিতে কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, দেশের স্বার্থে প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও জোট করবে জামায়াতে ইসলামী দল- দাবিতে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, কালবেলার লোগো ব্যবহার করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রকাশের তারিখ হিসেবে ৩০ আগস্ট এর কথা উল্লেখ রয়েছে। তবে অনুসন্ধানে ৩০ আগস্ট তারিখে গণমাধ্যমটির ফেসবুক পেজে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। কালবেলার ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এমন কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটির সাথে কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের গ্রাফিক্যাল ডিজাইনের বিস্তর পার্থক্যও রয়েছে। 

Photocard Comparison By Rumor Scanner 

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি। 

সুতরাং, “দেশের স্বার্থে প্রয়োজনে আওয়ামী লীগের সাথেও জোট করবে জামাতি ইসলাম।”- শীর্ষক তথ্য বা শিরোনামে দৈনিক কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img