ক্রিকেটারদের সেনাবাহিনী কর্তৃক ফিটনেস ঠিক করতে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটি বিসিবির নয়, পিসিবির

সম্প্রতি, এবার ক্রিকেটারদের ফিটনেস ঠিক করতে প্রশিক্ষণ দিবে সেনাবাহিনী।- শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে। 

ফিটনেস

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

এ সংক্রান্ত পোস্টগুলোর কমেন্ট সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, অসংখ্য কমেন্টকারি এই তথ্যকে বাংলাদেশের ঘটনা ভেবে বিভ্রান্ত হচ্ছেন।   

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফিটনেস ঠিক করতে সেনাবাহিনী কর্তৃক ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেয়নি বরং পাকিস্তান ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত দেশ উল্লেখ না করে ফেসবুকে ছড়িয়ে পড়ার নেটিজেনরা বিভ্রান্ত হচ্ছেন। 

অনুসন্ধানের শুরুতে ফেসবুকে প্রকাশিত পোস্টগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশীয় একাধিক গণমাধ্যমে (ঢাকা পোস্ট এবং বিডি২৪ রিপোর্ট) এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

উক্ত প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সংবাদগুলোর শিরোনামে দেশের নাম উল্লেখ না করা হলেও প্রতিবেদনগুলোর বিস্তারিত অংশে এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে।

তাছাড়া একাধিক গণমাধ্যম তাদের ফেসবুক পেজে (, ) বিষয়টি’র বিস্তারিত উল্লেখ না করে শুধুমাত্র শিরোনাম পোস্ট করার ফলে সিদ্ধান্তটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের হলেও দেশটি’র নাম উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের নেটিজেনরা বিষয়টি সঠিকভাবে না জেনেই সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক গৃহীত হয়েছে বলে মনে করেছেন।

Screenshot: Bd24 Report Facebook Page 

উক্ত পোস্টগুলোর কমেন্টবক্স পর্যবেক্ষণ করে নেটিজেনদের সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেবে বিভ্রান্তিকর মন্তব্য করতে দেখা যায়। 

Comment Collage by Rumor Scanner

পরবর্তীতে বিষয়টি নিয়ে অনুসন্ধানে খেলাধুলা ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ESPNcricinfo এর ওয়েবসাইটে গত ০৫ মার্চ “Pakistan’s cricketers set to train with army in March-April” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ২৫ মার্চ থেকে ০৪ এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান সেনাবাহিনী। ০৫ মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি এই ঘোষণা দেন।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ProPakistan, India Today এবং TheTimes Of India

অর্থাৎ, ফিটনেস ঠিক করতে ক্রিকেটারদের সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নয়।  

পাশাপাশি, মূলধারার গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক এমন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

মূলত, গত ০৫ মার্চ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি এই ঘোষণা দেন পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস ঠিক করতে দেশটির সেনাবাহিনী কর্তৃক প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে বিষয়টি নিয়ে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে দেশটি’র নাম উল্লেখ না করে প্রচার করা হয়। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তক গৃহীত হয়েছে মনে করে বিভ্রান্ত হয়ে ফেসবুকে প্রচার করেন। 

সুতরাং, পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস ঠিক করতে পাকিস্তানের সেনাবাহিনী কর্তৃক প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তকে বাংলাদেশে দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img