এটি বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে আন্দোলনের ভিডিও নয়

সম্প্রতি, “ইশরাকের মুক্তি দাবিতে আন্দোলন” শীর্ষক শিরোনামে একটি সরাসরি সম্প্রচারিত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।


ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা ইশরাকের মুক্তির দাবিতে করা কোনো আন্দোলনের নয় বরং এটি ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারিতে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে করা মশাল মিছিলের ভিডিওর একটি অংশ।।

আলোচিত ভিডিওটির কিছু স্থিরচিত্র রিভার্স সার্চের মাধ্যমে, ‘VOICE OF DHAKA CITY’ নামের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি “ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে সাম্প্রতিক সময়ে ইশরাকের মুক্তির দাবিতে আন্দোলন উল্লেখ করে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।

পরবর্তীতে, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে ‘Rezaul Karim Reaz’ নামের ফেসবুক আইডি থেকে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি “কারাগারে মুশতাক ভাইয়ের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে বাম জোটের মশাল মিছিলে পুলিশের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই!” শীর্ষক শিরোনামে প্রকাশিত একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

পাশাপাশি, একই দিনে অনলাইন নিউজ পোর্টাল ‘বিডি জার্নাল’ এর ওয়েবসাইটে “শাহবাগে মশাল মিছিলে পুলিশের লাঠিপেটা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত ভিডিওর একটি খণ্ডিত দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়।

ইশরাক
Screenshot BD Journal website

এছাড়াও, দেশীয় মূলধারার ইলেকট্রনিক সংবাদমাধ্যম “যমুনা টিভি” এর অনলাইন সংস্করণে ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি “মুশতাকের মৃত্যু: মশাল মিছিলে পুলিশের লাঠিপেটা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে মূল ভিডিওটি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়।

মূলত, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারিতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠনগুলোর নেতা-কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মশাল মিছিল শাহবাগে পুলিশের দেওয়া ব্যারিকেড অতিক্রম করতে চাইলে পুলিশ উক্ত মিছিলে বাঁধা দেয় এবং আন্দোলনকারীদের সাথে পুলিশর বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

Also Read: বিএনপি নেতা ইশরাকের কারামুক্তির সংবাদটি মিথ্যা

সেই আন্দোলনে পুলিশের সাথে বিক্ষোভ চলাকালে ধারণকৃত একটি ভিডিওকেই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে ‘ইশরাক ভাইয়ের মুক্তি চাই’ শীর্ষক ভয়েস সংযুক্ত করে বর্তমানে “ইশরাকের মুক্তি দাবিতে আন্দোলন” উল্লেখ করে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তবে, আলোচিত ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেন এর মুক্তির দাবিতে আন্দোলনের না হলেও গণমাধ্যম সূত্রে জানা যায় গত ৭ এপ্রিল তার মুক্তির দাবিতে রাজধানীর যাত্রবাড়ী ও বনানী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিএনপি।

প্রসঙ্গত, ২০২০ সালে গাড়ি পোড়ানোর একটি মামলায় গত ৬ এপ্রিল বুধবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ এবং ঐ দিনই তাকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল ১০ এপ্রিল ইশরাক এর আইনজীবী মহানগর দায়রা জজ আদালতে তার (ইশরাকের) পুনরায় জামিন আবেদন করেন। পরবর্তীতে আদালত এই জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও বিভিন্ন ফেসবুক গ্রুপ-পেজ হতে ভুয়া লাইভ স্ট্রিমিং অ্যাপের সহায়তায় প্রচারিত ভিডিওকে মিথ্যা অথবা বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, ২০২১ সালের ফেব্রুয়ারিতে কাশিমপুর কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে মশাল মিছিলের সময় ধারণকৃত পুরোনো একটি ভিডিওকে বর্তমানে বিএনপি নেতা “ইশরাক হোসেনের মুক্তি চেয়ে আন্দোলন” দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ইশরাকের মুক্তি দাবিতে আন্দোলন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img