বিএনপি নেতা ইশরাকের কারামুক্তির সংবাদটি মিথ্যা

সম্প্রতি, “আলহামদুলিল্লাহ জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই কিছুক্ষণ আগে জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে

প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বিএনপি নেতা ইশরাক হোসেন কারাগার হতে মুক্তি পাননি বরং তিনি এখনও কারাগারে রয়েছেন।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদ মাধ্যম ‘কালের কন্ঠ’ এর অনলাইন সংস্করণে গত ০৬ এপ্রিল “বিএনপি নেতা ইশরাকের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot from Kalerkantho

পাশাপাশি, দেশীয় সংবাদ মাধ্যম ‘দৈনিক ইনকিলাব’ এর অনলাইন সংস্করণে গত ০৯ এপ্রিল “ইশরাক হোসেনের পরিবারকে সান্ত্বনা দিলেন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়

Screenshot from Dainik Inqilab

মূলত, ২০২০ সালে গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মতিঝিল থানার একটি মামলায় গত ৬ এপ্রিল বুধবার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণের সময় রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা ইশরাক হোসেনকে এবং ঐ দিনই তাকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে, গতকাল রাত হতে কিছু ফেসবুক পেজ ও  আইডি থেকে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ব্যতীত ইশরাক হোসেন মুক্তি পেয়েছে দাবি করে একটি তথ্য প্রচার করা হচ্ছে; যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। 

তাছাড়া, সম্প্রতি গ্রেফতারের পর ইশরাক হোসেন কারামুক্তি পেয়েছেন এমন কোনো তথ্য দেশীয় মূলধারার কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার হওয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা তার পরিবারকে সান্ত্বনা দিতে যান। বিএনপি মহাসচিব বলেন, ‘এখন জেলে গেলে কোয়ারেন্টাইনে থাকতে হয় ৭দিন। এ সময় কাউকে দেখা করতে দেয়া হয় না। পরিবারের সদস্যরা তাই দেখা করতে পারছেন না।’

প্রসঙ্গত, আজ ১০ এপ্রিল ইশরাক এর আইনজীবী মহানগর দায়রা জজ আদালতে তার(ইশরাকের) জামিন আবেদন করেন। পরবর্তীতে আদালত এই জামিন আবেদনের বিষয়ে শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করেছে বলে জানিয়েছেন ইশরাকের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ।

সুতরাং, সাম্প্রতিক সময়ে কোনোপ্রকার নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ব্যতীত বিএনপি নেতা ইশরাক হোসেন কারামুক্তি পেয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই কিছুক্ষণ আগে জালিমের কারাগার থেকে মুক্তি পেয়েছেন
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. প্রথম আলো- https://www.prothomalo.com/politics/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%87%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%95%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8 
  2. কালের কন্ঠ- https://www.kalerkantho.com/online/national/2022/04/06/1135844 
  3. দৈনিক ইনকিলাব- https://m.dailyinqilab.com/article/476882/%E0%A6%87%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%AB%E0%A6%96%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE
  4. Rising BD- https://www.risingbd.com/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%87%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%95%C2%A0/381911

আরও পড়ুন

spot_img