সম্প্রতি, “এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়! গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দেশ” ক্যাপশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অবস্থা দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এই ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় বিক্ষোভের দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওর একাধিক কী-ফ্রেম রিভার্স সার্চের মাধ্যমে ‘DJ KIMKIM’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৯ আগস্ট প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর দৃশ্যাবলীর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ইন্দোনেশিয়ান ভাষায় প্রকাশিত উক্ত ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি ব্রিমব সদর দফতরে বিক্ষোভ চলাকালে সৃষ্ট বিশৃঙ্খলার দৃশ্য।
উল্লেখিত তথ্যের সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করে ‘user3zzh6qd10’ নামক ইউজারের একটি টিকটক অ্যাকাউন্টে আলোচ্য ঘটনার বিষয়ে প্রকাশিত অনুরূপ আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির ক্যাপশনেও এটিকে মধ্য জাকার্তার ব্রিমব সদর দফতরের সামনে কুইতাং বাজারে বিক্ষোভের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘The Guardian’ এর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ গত ২৯ আগস্টে “Protests erupt in Indonesia over death of man hit by police vehicle” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল রাইড-শেয়ারিং চালকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা সংসদ ভবন ও পুলিশ সদর দপ্তরের সামনে জড়ো হয়ে দায়ীদের শাস্তির দাবি জানায়। ঘটনাটি নিয়ে প্রেসিডেন্ট প্রববো সুবিয়ান্তো দুঃখ প্রকাশ করে স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, এ ঘটনায় সংশ্লিষ্ট সাত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বাংলাদেশের কোনো স্থানের ঘটনা নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, ইন্দোনেশিয়ার একটি বিক্ষোভের দৃশ্যকে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- DJ KIMKIM: Youtube Video
- User3zzh6qd10: Tiktok Video
- The Guardian: Website News