ভারতের অর্থনীতি চার ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়নি

সম্প্রতি, প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ভারতের অর্থনীতি শীর্ষক একটি দাবি কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। 

ভারতের

উক্ত দাবিতে গণমাধ্যমের প্রতিবেদন দেখুন আমাদের সময়.কম, আমাদের অর্থনীতি।

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের অর্থনীতি চার ট্রিলিয়ন ডলারে উন্নীত হওয়ার সংবাদটি সঠিক নয় বরং ইউটিউবের একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট ব্যবহার করে গণমাধ্যমে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। তবে, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি উক্ত মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে গণমাধ্যমে প্রচারিত এ সংক্রান্ত সংবাদগুলোয় ভারতীয় নিউজ ওয়েব পোর্টাল আলজেবরা নামক একটি সূত্রকে উল্লেখ করা হয়েছে। কিন্তু এই নামে ভারতের মূলধারার কোনো সংবাদমাধ্যমের নাম না পাওয়া গেলেও এক্সে (সাবেক টুইটার) Times Algebra নামে ভারতীয় একটি নিউজ পোর্টালের অ্যাকাউন্ট পাওয়া গেছে। 

এই অ্যাকাউন্টে গত ১৯ নভেম্বর এক টুইটে উক্ত দাবিটি করা হয়। 

Screenshot: X

টুইটে একটি ছবি যুক্ত করা হয়েছে যাতে GDP Live এবং ১৮ নভেম্বর লেখা রয়েছে। এতে বিভিন্ন দেশের নাম এবং পতাকা রয়েছে। পাঁচ নং অবস্থানে ভারতের নামের সাথে ৪০০১১৯১৩৮৯৬০ সংখ্যা দেখা যাচ্ছে। 

এই ছবিটির সূত্র অনুসন্ধানে ইউটিউবে Livestream07 নামক একটি চ্যানেলে একই ধরণের ইন্টারফেস সম্বলিত একটি লাইভ স্ট্রিমিং ভিডিও খুঁজে পাওয়া যায়। 

গত ০৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই লাইভে যে ডাটাগুলো দেখানো হচ্ছে তার সূত্র হিসেবে ভিডিওটির ডেসক্রিপশন অংশে IMF (international monetary fund) এর নাম উল্লেখ করা হয়েছে। 

Screenshot: YouTube 

কিন্তু আইএমএফ বলছে, তারা এভাবে রিয়েল টাইম ডাটা একত্র করে প্রকাশ করে না৷ 

আলোচিত দাবির বিষয়ে ভারতের Bank of Baroda এর প্রধান অর্থনীতিবিদ Madan Sabnavis দেশটির ফ্যাক্টচেকিং সংস্থা বুমকে বলেছেন, আইএমএফ নিজেরা স্বাধীনভাবে জিডিপি হিসাব করে, এমনটা তিনি মনে করেন না। সংস্থাটি এসব তথ্য সংশ্লিষ্ট সরকার থেকেই সংগ্রহ করে বলেই দাবি তার। 

ভারতের জিডিপি’র হালনাগাদ তথ্য সংগ্রহ এবং প্রকাশের দায়িত্বে রয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও)। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়ের অধীনে থাকা এই অফিস বছরে ত্রৈমাসিক ভিত্তিতে এই তথ্য প্রকাশ করে। এই অফিসের মাধ্যমে প্রেস ইনফরমেশন ব্যুরোর ওয়েবসাইটে সর্বশেষ জিডিপির তথ্য প্রকাশ করা হয়েছে গত ৩১ আগস্ট। দেখুন এখানে। 

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের ব্যাঙ্গালোর ভিত্তিক বিনিয়োগ, গবেষণা এবং সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক স্টার্টআপ Capitalmind এর প্রধান নির্বাহী Deepak Shenoy এর এক্স অ্যাকাউন্টে করা একটি টুইট খুঁজে পাওয়া যায়। গত ১৯ নভেম্বরের টুইটে তিনি লিখেছেন, জুন পর্যন্ত ভারতের জিডিপি ছিল ৩.৩৮ ট্রিলিয়ন ডলার, যা বর্তমানে সর্বোচ্চ ৩.৪৫ ট্রিলিয়ন ডলার হতে পারে। 

ভারতের সংবাদমাধ্যম Business Standard এর এডিটোরিয়াল ডিরেক্টর Ashok Bhattacharya বলছেন, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হতে পারে৷ 

মূলত, গত ১৯ নভেম্বর দেশের কতিপয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়, প্রথমবারের মতো ৪ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ভারতের অর্থনীতি। কিন্তু রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ইউটিউবের একটি লাইভ স্ট্রিমিং ভিডিও থেকে আইএমএফের নাম ব্যবহার করে বিভিন্ন দেশের জিডিপির রিয়েল টাইম ডাটা দাবিতে ভুল তথ্য প্রচার করা হচ্ছিল। সেই ভিডিওরই একটি স্ক্রিনশট নিয়ে উক্ত দাবিটি প্রচার করা হয়েছে। ভারত সরকারের সংশ্লিষ্ট কোনো সূত্র এ বিষয়টি প্রকাশ করেনি। সরকার কর্তৃক এ বিষয়ে সর্বশেষ গত আগস্টে প্রকাশিত তথ্যে সেসময়ের জিডিপি ছিল ৩.৩৮ ট্রিলিয়ন ডলার। তবে, ২০২৪-২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি উক্ত মাইলফলক স্পর্শ করতে পারে বলে আশা করা হচ্ছে।

সুতরাং, ইউটিউবের একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটকে ব্যবহার করে ভারতের অর্থনীতি চার ট্রিলিয়ন ডলারে উন্নীত হওয়ার একটি সংবাদ গণমাধ্যমে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img