সম্প্রতি, ‘মানুষ হয়ে জন্মেছি কিন্তু মানুষ হইলাম আর কই! #foryoupageシ #sad #Bangladesh’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছোট বাচ্চাকে গাড়ি চাপা দেওয়ার ভিডিওটি বাংলাদেশের নয় বরং এটি ভারতের মুম্বাই শহরের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ভিডিওটির কিছু কী ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম ‘NDTV’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ‘On Camera, Car Runs Over Crouching 6-Year-Old Near Mumbai, Child Survives’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাইয়ের কাছে ভাসাইতে একটি গাড়ির ধাক্কায় ৬ বছর বয়সী এক শিশুকে আহত চালক পালিয়ে যায়। ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তায় ঝুঁকে খেলতে থাকা শিশুটিকে গাড়িটি চাপা দেয়।

এছাড়াও, ভারতের একাধিক গণমাধ্যমে আলোচিত বিষয়টি নিয়ে সেসময়ে প্রতিবেদন (১,২) প্রকাশিত হয়।
অর্থাৎ, ছোট বাচ্চাকে গাড়ি চাপা দেওয়ার ভিডিওটি বাংলাদেশের নয়।
সুতরাং, ভারতের মুম্বাই শহরে ছোট বাচ্চাকে গাড়ি চাপা দেওয়ার ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।