শনিবার, মে 24, 2025

সাম্প্রতিক সময়ের ঢাকার সুন্নী মহাসমাবেশের দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জ্ঞাপন করে রাজধানীতে ‘ম্যাস গ্যাদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচি পালন করেছে সুন্নী পন্থিরা। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পেয়ে গত ২৬ এপ্রিল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চ’- এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ২৬ এপ্রিলে অনুষ্ঠিত হওয়া সুন্নী মহাসমাবেশের দৃশ্যের নয় বরং, ভারতের বিতর্কিত নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে গত ১৯ এপ্রিলে ভারতের হায়দ্রাবাদে হওয়া এক কর্মসূচির দৃশ্যকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির একাধিক কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ‘Flash Now News’ নামের একটি ইউটিউব চ্যানেলে “Protest meeting against #WaqfAmendmentAct at #Darussalam #Hyderabad” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির তুলনা করলে সাদৃশ্য পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা অংশেও একই তথ্য বলা হয়। বলা হয় যে, প্রচারিত ভিডিওটি ওয়াকফ আইনের প্রতিবাদে ভারতের হায়দ্রাবাদের দারুস সালামে হওয়া প্রতিবাদ মিটিং এর দৃশ্য।

Comparison : Rumor Scanner

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে ‘Radiance News’ নামে ভারতীয় এক ম্যাগাজিনের ওয়েবসাইটে “Large-Scale Protest in Hyderabad Against the New Waqf Law Led by AIMPLB and AIMIM” শীর্ষক শিরোনামে গত ২০ এপ্রিলে এ বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে একটি ছবিরও সংযুক্তি পাওয়া যায় যার সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

উক্ত প্রতিবেদনটিতে বলা হয়, “২০২৫ সালের বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে অন্যতম বৃহত্তম বিক্ষোভে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB) এবং অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) শনিবার [১৯ এপ্রিল] হায়দ্রাবাদে একটি গণবিক্ষোভ সভার আয়োজন করে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল AIMIM-এর সদর দফতর দারুসসালামে এবং জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। উপস্থিতদের মধ্যে ছিলেন AIMPLB-এর সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি, হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি এবং বিভিন্ন মস্‌লক ও মতাদর্শের মুসলিম আলেমরা।…” (অনূদিত)

সুতরাং, ভারতের বিতর্কিত নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে গত ১৯ এপ্রিলে ভারতের হায়দ্রাবাদে হওয়া এক প্রতিবাদ পাবলিক মিটিংয়ের দৃশ্যকে গত ২৬ এপ্রিলে অনুষ্ঠিত হওয়া সুন্নী মহাসমাবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img