সম্প্রতি, “টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা, ম্যাচ শেষে নিজেই করলেন কনফার্ম” শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্পোর্টস উইকি নামের একটি পোর্টালে “Big Breaking: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা, ম্যাচ শেষে নিজেই করলেন কনফার্ম !!” শিরোনামে সংবাদটি প্রকাশিত হওয়ার পর তাদের ফেসবুক পোস্টেও প্রচার করা হয়। ফেসবুকে প্রচারিত তাদের সেই নিউজ পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার তথ্যটি সঠিক নয় বরং ভিত্তিহীনভাবে রোহিত শর্মার টেস্ট থেকে অবসর নেওয়ার এই ঘোষণা তথ্যের সূত্রপাত হয়েছে।
প্রাথমিকভাবে স্পোর্টজ উইকি তে “Big Breaking: টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন রোহিত শর্মা, ম্যাচ শেষে নিজেই করলেন কনফার্ম!!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে দেখা যায় প্রতিবেদন টি ‘Mufaddal Vohra’ নামের একটি টুইটার অ্যাকাউন্টের একটি টুইটকে ভিত্তি করে রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার এ সংবাদ প্রকাশ করেছে।
‘Mufaddal Vohra টুইটার অ্যাকাউন্টে করা সেই টুইটে রোহিত শর্মার উদ্ধৃতি দিয়ে লেখা হয়, রোহিত শর্মা ভারতীয় ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, “Sorry to Team India fans.This is my Last Test match as a captain. Soon I’m going to Retire from the Test cricket. Thank you all”

রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশীপের ম্যাচ হারার পর ক্ষমা চাওয়ার পাশাপাশি এটিই তার শেষ টেস্ট ম্যাচ এমন কিছু ঘোষণা করেছে কি না তা নিয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘SPORT Vot’ নামের একটি ইউটিউব চ্যানেলে “Rohit Sharma | World Test Championship Final 2023 | Day 5 Press Conference | June 11 | #WTC23” শিরোনামে ১২ জুন প্রকাশিত উক্ত ম্যাচ পরবর্তী সময়ে রোহিত শর্মার প্রেস কনফারেন্সের ভিডিও খুঁজে পাওয়া যায়। তবে সেই প্রেস কনফারেন্সের ভিডিওতে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু বলেছেন এমন কিছু পাওয়া যায়নি।

‘ESPNCricInfo’ তেও ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে রোহিত শর্মার বলা বক্তব্য খুঁজে পাওয়া যায়। সেখানেও এটিই তার শেষ টেস্ট ম্যাচ শীর্ষক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাশপাশি কিওয়ার্ড সার্চ করার মাধ্যমে ভারতীয় কোনো সংবাদমাধ্যমেও ম্যাচ হারের পর রোহিত শর্মার ক্ষমা চেয়ে এটিই তার শেষ টেস্ট ম্যাচ শীর্ষক ঘোষণার কোনো সংবাদ পাওয়া যায়নি।
একই সময়ে Rohit Sharma নামের একটি ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে “Retirement from Test Cricket” শিরোনামে গত ১১ জুন ভারতের ম্যাচ হারের পর রোহিত শর্মার ভুয়া একটি রিটায়ারমেন্ট লেটার পোস্ট করে অবসরের ভুয়া ঘোষণা দেয়া হয়। যে টুইটার অ্যাকাউন্ট থেকে ভুয়া এ ঘোষণাটি দেয়া হয় সেই টুইটারের ইউজার নেম ছিলো ‘ImR0hitt45’। অপরদিকে রোহিত শর্মার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের ইউজার হচ্ছে ImRo45 এবং রোহিত শর্মার অফিসিয়াল টুইটারসহ কোনো সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা সংক্রান্ত কিছু পাওয়া যায়নি।

অনুসন্ধানে দেখা যায়, রোহিত শর্মার ভুয়া সেই টুইটার অ্যাকাউন্টে যে ভুয়া ঘোষণাপত্রটি টুইট করা হয় সেটি ভারতীয় আরেক ক্রিকেটার ভিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাপত্র, যেটি নিজ টুইটার অ্যাকাউন্টে ২০২২ সালের ১৫ জানুয়ারি টুইট করেছিলেন ভিরাট কোহলি।

পরবর্তীতে দেখা গেছে Rohit Sharma নামের ভুয়া টুইটার অ্যাকাউন্টের ভুয়া অবসরের ঘোষণাটি ভাইরাল হওয়ার পর সেই টুইটার অ্যাকাউন্টটি তার টুইটার অ্যাকাউন্টের নাম ও ইউজার পরিবর্তন করে যথাক্রমে ‘Tha7a Fan’ ও ‘ExposeTha7aFan’ রেখেছে।

মূলত, গত ১১ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয় ভারত। আর সেই ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। প্রেক্ষিতে ভারতের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শীর্ষক ভুয়া দাবিটি ছড়িয়ে পড়ে।
সুতরাং, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rohit Sharma – Twitter
- Rohit Sharma – Facebook
- Virat Kohli – Twitter Post
- Post match press conference of Rohit Sharma