আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় শিশু শ্রীয়ানকে বাংলাদেশি শিশু দাবিতে প্রচার

সম্প্রতি, কিডনি জটিলতায় আক্রান্ত অনিক দাসকে বাচাতে চিকিৎসার জন্য ১০/১২ লক্ষ টাকার প্রয়োজন শীর্ষক দাবিতে একটি শিশুর কয়েকটি ছবি যুক্ত করে একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

মোছা আনিকা আক্তার নীলা’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ),  এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কিডনি জটিলতায় আক্রান্ত শিশু অনিক দাস দাবিতে প্রচারিত ছবিগুলো কোনো বাংলাদেশি শিশুর নয় বরং এগুলো ক্যানসারে আক্রান্ত শ্রীয়ান নামের ভারতীয় এক শিশুর।

অনুসন্ধানের শুরুতে ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করে ভারতের মেডিকেল ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে ‘Battling cancer- my only child is struggling. Please save him!’ শীর্ষক শিরোনামে শিশুটির চিকিৎসার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহের অনুরোধ করা এক মানবিক আবেদনে মূল ছবিগুলো খুঁজে পাওয়া যায়।

Image Comparison: Rumor Scanner

মানবিক আবেদনটিতে শ্রীয়ান নামের ৬ বছর বয়সি এক শিশুর তিন বছরের ক্যান্সার থেরাপির জন্য তার পরিবারের প্রায় ইউএসডি ২৫,৯৭৪.০০ ডলার খরচের বিষয়ে উল্লেখ করে বলা হয়, ‘আমরা আমাদের ছেলেকে সুস্থ করার জন্য মরিয়া কিন্তু আমাদের দারিদ্র্য আমাদের সম্পূর্ণ শক্তিহীন করে রেখেছে। আমরা শুধু আমাদের ছেলের স্বাভাবিক জীবন কামনা করি। আমাদের সাহায্য করুন. শুধুমাত্র আপনার উদারতা আমার সন্তানের জীবন বাঁচাতে পারে।’

মূলত, কিডনি জটিলতায় আক্রান্ত অনিক দাস নামে এক শিশুর চিকিৎসার জন্যে প্রায় ১০/১২ লক্ষ টাকা প্রয়োজন যেটি তার গার্মেন্টস কর্মী মা-বাবার পক্ষে বহন করা সম্ভব নয় জানিয়ে একটি ছেলের কয়েকটি ছবি যুক্ত একটি মানবিক সাহায্যের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত শিশুর ছবিটি বাংলাদেশের কোনো শিশুর নয়। প্রকৃতপক্ষে, ক্যান্সারে আক্রান্ত শ্রীয়ান নামের ভারতীয় এক শিশুর চিকিৎসার জন্যে অর্থনৈতিক সহায়তা চেয়ে ভারতের মেডিকেল ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘Ketto’ এর ওয়েবসাইটে শ্রীয়ান ও তার পরিবারের কিছু ছবি প্রকাশ করে। সেখান থেকে শ্রীয়ন ও তার পরিবারের ছবি সংগ্রহ করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

সুতরাং, আর্থিক সহায়তার নামে প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় ক্যান্সার আক্রান্ত শিশু শ্রীয়ানের ছবি বাংলাদেশের শিশু অনিক দাস দাবি করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img