সম্প্রতি, ‘ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি। সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে।’ শীর্ষক ক্যাপশনে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিনমজুর রনি মিয়ার জান্নাত আক্তার নামের মেয়ের গলায় ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। শিশুটির চিকিৎসার জন্য প্রায় ৬/৭ লক্ষ টাকা প্রয়োজন।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
অভিনেত্রী সাফা কবিরও এই সংক্রান্ত একটি পোস্ট তার ফেসবুক পেজে শেয়ার করে অর্থ সহায়তা করার অনুরোধ করেছেন। দেখুন এখানে। সাংবাদিক মুন্ন সাহাও তার ফেসবুক প্রোফাইল আলোচিত দাবির পোস্টটি শেয়ার করেছেন। দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শিশু জান্নাত আক্তার নামে প্রচারিত ছবিটি কোনো বাংলাদেশি শিশুর নয় বরং ভারতের রোগাক্রান্ত শিশু শ্রীজার ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পোস্টের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ভারতের গণ-অর্থায়ন প্লাটফর্ম ‘Impact Guru’ এর ফেসবুক পেজে “My 6-year-old daughter, Sreeja, is fighting for her life in the ICU after a tragic accident.” শীর্ষক শিরোনামে গত ১৩ জানুয়ারি প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এই ছবিটির সাথে আলোচিত পোস্টের শিশুর ছবির মিল খুঁজে পাওয়া যায়।

প্লাটফর্মটির ওয়েবসাইট থেকে জানা যায়, ছবিটি ভারতের শ্রীজা নামে এক শিশুর। একটি মর্মান্তিক দুর্ঘটনার পরে আইসিইউতে তার জীবনের জন্য লড়াই করছে। তার পিতার সীমিত আয় এবং নিঃশেষিত সঞ্চয় নিয়ে চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। তবে নির্দিষ্ট কোন অর্থের পরিমাণ উল্লেখ নেই সেখানে।
এছাড়া, সাম্প্রতিক সময়ে জান্নাত আক্তার নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টে উল্লিখিত ব্যক্তিগত বিকাশ নাম্বারে যথাক্রমে 01733815438, 01882966980 যোগাযোগ করা হলে উক্ত দাবির বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।
অর্থাৎ, প্রতারণার উদ্দেশ্যে ভারতীয় আহত শিশুর ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু জান্নাতের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, বাংলাদেশের কথিত রোগাক্রান্ত শিশু জান্নাত আক্তারের চিকিৎসার জন্য অর্থ চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ প্রতারণামূলক এবং মিথ্যা।
তথ্যসূত্র
- Impact Guru – My 6-year-old daughter, Sreeja, is fighting for her life in the ICU after a tragic accident.
- Impact Guru – Link