পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার প্রেক্ষিতে গত ৩১ মার্চ, সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। এই প্রেক্ষাপটে, ঈদের দিনে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি বাংলাদেশে ঈদের দিনে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের দৃশ্য নয়, বরং ভারতের মুম্বাইয়ের ভিন্ডি বাজার এলাকায় সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে সংঘর্ষের ভিডিও।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Treeni’ নামের একটি এক্স (সাবেক টুইটার) প্রোফাইলে গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি পোস্টে একই দৃশ্য সম্বলিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্ট থেকে জানা যায়, এটি মুম্বাইয়ের ভেন্ডি বাজার এলাকায় সুন্নি ও বোহরা (শিয়া) মুসলমানদের মধ্যে সংঘর্ষের ভিডিও।
এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভির ওয়েবসাইটে গত ৩১ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ মার্চ সন্ধ্যায় মুম্বাইয়ের ভিন্ডি বাজার এলাকায় সুন্নি ও বোহরা (শিয়া) মুসলমানদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জানা গেছে, নামাজ আদায়ের সময় যাতায়াতের পথ নিয়ে দুই সম্প্রদায়ের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরবর্তীতে মারামারিতে রূপ নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় উভয় সম্প্রদায়েরই মসজিদ রয়েছে এবং সন্ধ্যার সময় রাস্তায় ব্যাপক ভিড় জমে। এ কারণে নামাজে যাতায়াতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুম্বাইয়ের জেজে মার্গ থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। কীভাবে এবং কেন এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতের একাধিক গণমাধ্যমে এ ঘটনা নিয়ে ভিডিও প্রতিবেদনের (১,২) সঙ্গেও আলোচিত ভিডিওটির দৃশ্যগত মিল দেখা যায়।
সুতরাং, ভারতের সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে হাতাহাতির একটি ভিডিওকে বাংলাদেশে ঈদের দিনে মুসল্লিদের মধ্যে সংঘর্ষের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।