দেশে সাম্প্রতিক সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির মধ্যে সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, একটি গয়নার ওয়ার্কশপে রেইনকোট ও মুখোশ পরিহিত দুই অজ্ঞাত ব্যক্তি প্রবেশ করে এবং কর্মীদের বন্দুক ও কাস্তের মুখে ভয় দেখিয়ে লুটপাট চালায়।
তবে প্রচারিত ভিডিওতে সিসিটিভির তারিখ ইমোজি দিয়ে ঢেকে দেওয়া অবস্থায় দেখা যায়।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্দুকের মুখে গয়নার দোকানে ডাকাতির এই ভিডিওটি বাংলাদেশের নয় বরং গত বছরের (২০২৪) জুলাইয়ে ভারতের মহারাষ্ট্রে একটি গয়নার ওয়ার্কশপে ডাকাতির পুরোনো ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Vivek Gupta’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ২০২৪ সালের ৩০ জুলাই প্রকাশিত একটি পোস্টে একই সিসিটিভি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টের হিন্দি ভাষার ক্যাপশন অনুবাদ করলে জানা যায়, এটি ভারতের মহারাষ্ট্রের সাতারায় বন্দুক ও কুঠার হাতে সংঘটিত ডাকাতির সিসিটিভি ফুটেজ। ডাকাতরা ২৬ লাখ রুপির গয়না লুট করে নিয়ে যায়, এবং পুরো ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে।
এই পোস্টে সংযুক্ত সিসিটিভি ফুটেজে ২০২৪ সালের ২৮ জুলাইয়ের তারিখ দেখা যায়।

ভারতের লোকমাত পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার লক্ষ্মীনারায়ণ মার্কেটের একটি গয়নার কর্মশালায় ২০২৪ সালের ২৮ জুলাই রাতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটে। সঞ্জয় ও মৃত্যুঞ্জয় মায়ান্তি নামের অলংকার নির্মাতা দুই ভাইয়ের ওয়ার্কশপে রেইনকোট ও মুখোশ পরিহিত দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রবেশ করে এবং কর্মীদের বন্দুকের মুখে জিম্মি করে ৩৭৮ গ্রাম ওজনের সোনার গয়না লুট করে, যার বাজারমূল্য ২৫ লাখ রুপিরও বেশি। লুটপাটের পর ডাকাতরা কর্মীদের ওয়ার্কশপের ভেতরে আটকে রেখে বাইকে করে দ্রুত পালিয়ে যায়। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
সুতরাং, ভারতে গয়নার ওয়ার্কশপে ডাকাতির পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।