সম্প্রতি “মোদি বিরোধী আন্দোলনে উত্তাল ভারত” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি ভারতের নয়। বরং, এটি নেপালের সাম্প্রতিক বিক্ষোভের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘@Bagwankitech’ নামের ইউটিউব চ্যানেলে গত ০৯ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির বর্ণনা অনুয়ায়ী, এটি নেপালের দৃশ্য বলে দাবি করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে গুগল ম্যাপে স্থানটির খোঁজ মেলে। স্থানটি নেপালের দক্ষিণ পশ্চিমের শহর নেপালগন্জের।

নেপালের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান নেপাল ফ্যাক্টচেকের এসিস্ট্যান্ট ফ্যাক্টচেক এডিটর চেতানা কুনওয়ার রিউমর স্ক্যানারকে জানান, এটি বি.পি. চক. বলে একটি জায়গা। সেখানে Nepalgunj National Hospital pvt Ltd. এর একটি সাইনবোর্ডও দেখা যাচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির ওয়েবসাইটে গত ০৯ সেপ্টেম্বরে নেপালে বিক্ষোভের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নেপালের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। দুপুরে ওই ঘোষণার পরেও বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাসভবন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে প্রবেশ করে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।
অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত এই ভিডিওটি মূলত নেপালের বিক্ষোভ চলাকালীন সময়েরই দৃশ্য।
সুতরাং, নেপালে বিক্ষোভের ভিডিওকে ভারতে মোদী বিরোধী আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- @Bagwankitech: Youtube Video
- BBC News: What we know about Nepal anti-corruption protests as PM resigns
- BBC News: Nepal turmoil adds to India’s woes in South Asia