বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ছবি দাবিতে ভারতের পুরোনো ছবি প্রচার 

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও খাগড়াছড়িসহ আরও কয়েকটি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এর মধ্যে বন্যা কবলিত এলাকায় এক নারী শিশুর তার ছোট ভাইকে কাঁধে চড়িয়ে বন্যার পানি পার হওয়ার দৃশ্য দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এক নারী শিশুর তার ছোট ভাইকে কাঁধে চড়িয়ে বন্যার পানি পার হওয়ার এই ছবিটি চলমান বন্যার ঘটনার নয় বরং এটি ২০২২ সালের ভারতের আগরতলায় বন্যার সময়কার ছবি। 

অনুসন্ধানের শুরুতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর ওয়েবসাইটে ২০২২ সালের ১৮ জুন প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত একটি ছবির সাথে প্রচারিত ছবিটি হুবহু মিলে যায়।

Screenshot collage: Rumor Scanner

উক্ত সংবাদে ব্যবহৃত ছবির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২২ সালের জুন মাসে ভারত ও বাংলাদেশে বন্যার ঘটনায় লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। ঐসময়ে ভারতের আগরতলা থেকে এক নারী শিশু তার ছোট ভাইকে কাঁধে চড়িয়ে বন্যার পানি পার হওয়ার ছবিটি তোলা হয়। রয়টার্স এর স্বত্ত্বে প্রকাশিত ছবি তুলেছেন ভারতের চিত্রগ্রাহক জয়ন্ত দে।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড অনুসন্ধান করে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোর ওয়েবসাইটে সেসময় ভারতের আসাম-মেঘালয়ে এলাকায় বন্যার সংবাদ খুঁজে পাওয়া যায়। 

অর্থাৎ, ছবিটি প্রকাশের সময়ে ভারতের আগরতলায় বন্যা পরিস্থিতি বিরাজমান ছিল। 

সুতরাং, ভারতের আগরতলায় এক নারী শিশুর তার ছোট ভাইকে কাঁধে চড়িয়ে বন্যার পানি পার হওয়ার পুরোনো দৃশ্যকে বাংলাদেশের চলমান বন্যা কবলিত অঞ্চলের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img