সৌদি আরবে ভারী বর্ষণের সংবাদে গণমাধ্যমে ভিন্ন ঘটনার ছবি প্রচার

সম্প্রতি, সৌদি আরবে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনায় বাংলাদেশের কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দুইটি ছবি ব্যবহার সেগুলো সৌদি আরবের সাম্প্রতিক ছবি বলে দাবি করা হয়েছে।

উক্ত ছবিগুলো ব্যবহার করে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন মানবকণ্ঠ, বাংলাভিশন। 

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সৌদি আরবে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সাথে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক সময়ের নয় বরং ভিন্ন ভিন্ন দেশের বন্যার পুরোনো ছবিকে সৌদি আরবের সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে।

ছবি যাচাই ১

Screenshot source: Manobkantha

সৌদি আরবের সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে মানবকণ্ঠ

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, আন্তর্জাতিক সংবাদ সংস্থা Rueters এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে সে সময়ের বন্যার ঘটনার এই ছবিটি তুলেছেন রয়টার্সের জন্য তুলেছিলেন Abdel Hadi Ramahi।

Screenshot source: Reuters

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি সৌদি আরবের সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার নয়।

ছবি যাচাই ২

সৌদি আরবের সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার বিষয়ে জানিয়ে প্রকাশিত প্রতিবেদনে এই ছবিটি ব্যবহার করেছে বাংলাভিশন। 

কিন্তু ছবিটি উক্ত ঘটনার নয়। 

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, মেক্সিকোর রেডিও Punto y Aparte Radio আগস্ট ওয়েবসাইটে ২০২২ সালের ২৩ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সে সময়ের বন্যার ঘটনা বিষয়ক সংবাদটিতে প্রচারিত ছবিটির ক্যাপশনে কোনো তথ্য দেওয়া হয়নি। 

Screenshot source: Punto y Aparte Radio

আরও অনুসন্ধান করে, যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল সাপ্লাই চেইন মার্কেট ইন্টেলিজেন্স বিষয়ক ওয়েবসাইট FreightWaves এ একইদিন (২৩ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সে সময়ের বন্যার ঘটনা বিষয়ক সংবাদটিতে প্রচারিত ছবিটির ক্যাপশনে ছবিটি ডালাস থেকে তোলা বলে উল্লেখ করা হয়।  

Screenshot source: FreightWaves

অর্থাৎ, গণমাধ্যমে প্রচারিত এই ছবিটি সৌদি আরবের সাম্প্রতিক ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনার নয়।

গণমাধ্যমের প্রতিবেদনে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরোনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্য দেওয়া হয়নি। বরং কিছু গণমাধ্যম ছবিগুলো সংগৃহিত বলে উল্লেখ করেছে। কোনো কোনো গণমাধ্যম ছবির ক্যাপশনে কিছুই লিখে নি। সাম্প্রতিক ঘটনার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো ব্যবহার করে সংগৃহিত উল্লেখ কিংবা কোনো তথ্যই উল্লেখ না থাকায় স্বাভাবিকভাবে ছবিগুলো সৌদি আরবের সাম্প্রতিক সময়ে ভারী বর্ষণের ঘটনার বলে প্রতীয়মান হয়। এতে করে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়া অমূলক নয়।  

মূলত, সম্প্রতি সৌদি আরবে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনায় দেশীয় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত খবরে ভিন্ন ভিন্ন দেশের পুরোনো ছবি ব্যবহার করে সৌদি আরবের সাম্প্রতিক বন্যার ঘটনার ছবি দাবিতে প্রচার করা হয়েছে। প্রতিবেদনগুলোতে আলোচিত ছবিগুলোর ক্যাপশনে ফাইল ফটো বা পুরনো ঘটনার ছবি শীর্ষক কোনো তথ্যও দেওয়া হয়নি। এতে করে স্বাভাবিকভাবে ছবিগুলো সৌদি আরবের সাম্প্রতিক বন্যার ঘটনার বলে প্রতীয়মান হয়, যা বিভ্রান্তির জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক ভূমিকম্পকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার।

সুতরাং, সম্প্রতি সৌদি আরবে ভারী বর্ষণে রাস্তাঘাট তলিয়ে যাওয়ার ঘটনায় কতিপয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদে পুরোনো ভিন্ন ঘটনার ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img