সম্প্রতি “পাওয়া গেল মানুষের মতো এক বিরল প্রাণী” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি মানুষের মতো দেখতে কোনো বিরল প্রাণীর নয় বরং এটি সিলিকনের তৈরি কাল্পনিক প্রাণীর ভাস্কর্যের ছবি।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, হস্তশিল্প ও শিল্পকর্ম ভিত্তিক আমেরিকান ই-কমার্স প্লাটফর্ম Esty.com এ ছবিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং সেখানের পণ্য বিবরণী থেকে জানা যায়, এটি ইতালির লাইরা মাগানুকোর নির্মিত একটি সিলিকনের ভাস্কর্য।
শিল্পী লাইরা মাগানুকো ০৩ অক্টোবর ২০১৮ সালে তার ফেসবুক একাউন্টে উক্ত ভাস্কর্যের একাধিক ছবি প্রকাশ করেছিলেন এবং তার ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম আইডিতেও এই ধরণের ভাস্কর্যের ছবি রয়েছে।
View this post on Instagram
উল্লেখ্য, লাইরা ম্যাগানুকো ২০১৪ সাল থেকে ভাস্কর্য তৈরির কাজ করে আসছেন এবং তার ভাষ্যমতে সিলিকন ভাস্কর্য তৈরির মাধ্যমেই তিনি তার ভাস্কর্য তৈরির কৌশলকে আরো উন্নত করতে সক্ষম হন।
অর্থাৎ, সিলিকনের তৈরি একটি কাল্পনিক ভাস্কর্যকে মানুষের মত দেখতে বিরল প্রাণী দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: পাওয়া গেল মানুষের মতো এক বিরল প্রাণী
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]