ভারতে গিয়ে শেখ হাসিনার খাবারের দৃশ্য নয়, এটি পুরোনো ছবি

সরকার প্রধানের পদ ও দেশ ছেড়ে গত ৫ আগস্ট ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরই প্রেক্ষিতে ভারতে শেখ হাসিনাকে খাবার টেবিলে আপ্যায়ন করা হচ্ছে দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনা ভারতে খাবার টেবিলে আপ্যায়ন করছে দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় বরং, ছবিটি ২০১৯ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ভিন্ন ঘটনার। 

অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০১৯ সালের ১৫ মার্চ “কুমুদিনী পরিবারে ৩১ পদের খাবার খেলেন প্রধানমন্ত্রী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯ সালের ১৪ মার্চ টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সের ভারতেশ্বরী হোমসে শহীদ দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক সম্মাননা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহেনাও। শেখ হাসিনার জন্য সেদিন ৩১ পদের বাঙ্গালি খাবারের আয়োজন করেছিল কুমুদিনী পরিবার। কাঁসার থালায় খাবার ও কাঁসার গ্লাসে পানি পান করেন শেখ হাসিনা।  

জাতীয় আরেক দৈনিক দেশ রূপান্তর এর ওয়েবসাইটে প্রকাশিত খবরেও একই তথ্য ও ছবি পাওয়া যায়। 

সুতরাং, ২০১৯ সালে টাঙ্গাইলে শেখ হাসিনাকে খাবার টেবিলে আপ্যায়নের দৃশ্যকে সাম্প্রতিক সময়ে ভারতের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img