সম্প্রতি, “The giant of Kandahar, photographed Afghanistan 1923” শীর্ষক ক্যাপশনে বিশালাকৃতির একটি দৈত্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমনকিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কান্দাহারের দৈত্য আফগানিস্তানে দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে ছবি তৈরির টুলস মিডজার্নি দিয়ে তৈরিকৃত ছবি।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, ‘Weird AI Generations’ নামক ফেসবুক পেজে গত ৪ সেপ্টেম্বর প্রকাশিত ছবির (আর্কাইভ) সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
‘Weird AI Generations‘ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলস ব্যবহার করে তৈরিকৃত ছবিগুলো করে এই পেজটিতে শেয়ার করা হয়।
এছাড়া বিষয়টি অধিকতর যাচাইয়ের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকরণ ওয়েবসাইট ‘hivemoderation.com’ ছবিটির ব্যাপারে জানতে চাইলে ওয়েবসাইটটি ছবিটি ৯৮.৪% কৃত্রিম হিসেবে চিহ্নিত করে।
মূলত, গত ৪ সেপ্টেম্বর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ছবি শেয়ারিং সংক্রান্ত ফেসবুক পেজ ‘’Weird AI Generations’’ এ ‘The giant of Kandahar, photographed Afghanistan 1923’ শীর্ষক ক্যাপশনে একটি বিশালাকৃতির দৈত্যের ছবি প্রকাশ করা হয়। পরবর্তীতে উক্ত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার কথা উল্লেখ ব্যতীত অর্থাৎ আসল ছবি দাবিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যার ফলে আলোচিত ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্বে বিশালাকৃতির একটি কুকুরের ছবিকে বাস্তব দাবিতে ইন্টারনেটে প্রচার করা হলে বিষয়টি শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।
সুতরাং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি একটি বিশালাকৃতির দৈত্যের ছবিকে ক্যামেরায় ধারণকৃত বাস্তব ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Weird AI Generations Facebook Post
- hivemoderation.com – Website
- Rumor Scanner’s Own Analysis