সম্প্রতি, ‘তুরস্কের ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপে প্রিয়জনকে আঁকড়ে ধরার দৃশ্য‘ দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হচ্ছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ধ্বংসস্তূপে প্রিয়জনকে আঁকড়ে ধরার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি তুরস্কের ভূমিকম্পের ঘটনার নয় বরং এটি আমেরিকান ফ্যান্টাসি ড্রামা Game of Thrones টিভি সিরিজের অভিনয়ের একটি দৃশ্য এবং সিরিজটিতে ছবির দুই আর্টিস্ট জেইমি লেনিস্টার ও সার্সি লেনিস্টার নামে ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছেন।
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইনে কেনাবেচার প্লাটফর্ম Amazon Canada এর ওয়েবসাইটে ‘The Photography of Game of Thrones, the official photo book of Season 1 to Season 8‘ শীর্ষক শিরোনামে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।
ওয়েবসাইটটি থেকে জানা যায়, এটি গেমস অব থ্রোন্স সিরিজের সিজন ১ থেকে ৮ এর অফিসিয়াল ফটো বুকের একটি ছবি।
পাশাপাশি কমিউনিটি ভিত্তিক ওয়েবসাইট Reddit এ প্রায় এক বছর আগে ‘No Peter, this is why the fans hate Season Eight‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি পোস্টে একই ছবি খুঁজে পাওয়া যায়।
এছাড়া Insider Mix নামের একটি টুইটার একাউন্টে ২০২১ সালের ৩১ মে ‘- كيف تريد أن تموت ؟ بين ذراعي المرأة التي أحبها Game of Thrones‘ শীর্ষক শিরোনামে একই ছবি খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচিত ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার কোনো ছবি নয়।
ছবির দৃশ্যে থাকা নারী ও পুরুষটি সম্পর্কে যা জানা যাচ্ছে
প্রকৃতপক্ষে আমেরিকান ফ্যান্টাসি ড্রামা Game of Thrones টিভি সিরিজের অভিনয়ের এই দৃশ্যে থাকা নারীটি সার্সি লেনিস্টার ও পুরুষটি জেইমি লেনিস্টার নামে জমজ ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সার্সি লেনিস্টার চরিত্রে অভিনয় করেছিলেন ব্রিটিশ অভিনেত্রী লীনা হেইডি ও জেইমি লেনিস্টার চরিত্রে অভিনয় করেছিলেন ড্যানিশ অভিনেতা নিকোলাস কোস্টার ওয়ালডাও।
উল্লেখ্য, গত সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে সংঘটিত ৭.৮ মাত্রার এই ভূমিকম্পে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সিরিয়া ও তুরস্ক মিলিয়ে প্রায় ৯ হাজার ৬০০ মানুষ মারা গিয়েছে। এর মধ্যে তুরস্কের নাগরিক ৭ হাজার ১০৮ জন ও সিরিয়ার রয়েছে ২ হাজার ৫৩০ জন।
মূলত, গত সোমবার ভোরে সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ান্তেপ শহরের কাছে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতে তুরস্ক-সিরিয়া দুইটি দেশই প্রাণহানি সহ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। এরই প্রেক্ষিতে তুরস্কের ভূমিকম্পের পরে ধ্বংসস্তূপে প্রিয়জনকে আঁকড়ে ধরার দৃশ্য দাবিতে ফেসবুকে একটি ছবি প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি তুরস্কের সাম্প্রতিক ভূমিকম্পের ঘটনার ছবি নয়। প্রকৃতপক্ষে এটি এটি আমেরিকান ফ্যান্টাসি ড্রামা Game of Thrones টিভি সিরিজের অভিনয়ের একটি দৃশ্য।
সুতরাং, ফ্যান্টাসি ড্রামা Game of Thrones টিভি সিরিজের অভিনয়ের একটি দৃশ্যকে সম্প্রতি সংঘটিত তুরস্কের ভূমিকম্প পরবর্তী ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Amazon Canada: The Photography of Game of Thrones, the official photo book of Season 1 to Season 8
- Reddit: No Peter, this is why the fans hate Season Eight
- Insider Mix : - كيف تريد أن تموت ؟ بين ذراعي المرأة التي أحبها Game of Thrones
- Shmoop: Cersei Lannister and Jaime Lannister
- Games of Thrones’ wiki: Incest
- IMDb_Lena Headey: Lena Headey
- IMDb_ Nikolaj Coster-Waldau: Nikolaj Coster-Waldau
- Al Jazeera: Turkey-Syria earthquake live news: ‘Miracle’ rescuers race time