চট্টগ্রামে কুমির ঘুরে বেড়ানোর দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো ও ভিন্ন স্থানের

সম্প্রতি, চট্টগ্রাম শহরে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় কুমির ঘুরে বেড়াচ্ছে শীর্ষক দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতায় কুমির ঘুরে বেড়াচ্ছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং পুরোনো ও ভিন্ন স্থানের একটি ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চ করে, ‘คึกคะนอง’ নামক একটি ফেসবুক পেজে ২০২১ সালের ২৮ জুলাই প্রকাশিত একটি পোস্টে আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়।

Image Comparison By Rumor Scanner

থাই ভাষায় লেখা পোস্টে এই দৃশ্যটি কোথায় ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

আরো অনুসন্ধান করে, সামাজিক যোগাযোগ মাধ্যম ‘9GAG’ এ ‘mrcool2122’ নামক অ্যাকাউন্ট থেকে ২০২১ সালের ০৮ সেপ্টেম্বরে প্রকাশিত একটি পোস্টেও একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from 9GAG

উক্ত ছবির ক্যাপশনে ছবিটি থাইল্যান্ডে বন্যার সময় আশেপাশে কুমির সাঁতার কাটছে বলে উল্লেখ করা হয়। 

অর্থাৎ, ছবিটি ঠিক কোথায় ধারণ করা এ বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও এটা নিশ্চিত যে ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। 

মূলত, সম্প্রতি চট্টগ্রাম শহরে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় কুমির ঘুরে বেড়াচ্ছে শীর্ষক দাবিতে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সঠিক নয়। প্রচারিত ছবিটি পুরোনো এবং ভিন্ন স্থানের। অন্তত ২০২১ সাল থেকে ছবিটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, পূর্বে সিলেটে বন্যার পানিতে কুমির আসা শীর্ষক একটি দাবি প্রচার করা হলে এ বিষয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো একটি ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ করে চট্টগ্রামের সাম্প্রতিক জলাবদ্ধতার ঘটনার দৃশ্য দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img