সাকিব বা বাংলাদেশকে নিয়ে বাজে মন্তব্যের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেনি আইসিসি  

সম্প্রতি, ‘আইসিসির আইন অমান্য করে বাংলাদেশ দল এবং অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বাজে মন্তব্য সর্বোপরি পাথর মারতে চাওয়ার খেসারত হিসাবে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিষিদ্ধ করলো আইসিসি’ শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে। 

সাকিব

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ দল এবং সাকিবকে নিয়ে বাজে মন্তব্যের জন্য শ্রীলঙ্কাকে আইসিসি নিষিদ্ধ করেনি বরং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের দুর্নীতি এবং সরকারী হস্তক্ষেপের কারণে আইসিসি তাদের সদস্যপদ স্থগিত করেছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ওয়েবসাইটে গত ১০ নভেম্বর ‘Sri Lanka Cricket suspended by ICC Board’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot : ICC Website

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিতের বিষয়ে জানিয়ে প্রতিবেদনে বলা হয়, “আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।”

Screenshot : ICC Website 

আইসিসি কর্তৃক শ্রীলঙ্কান ক্রিকেট দলের সদস্যপদ বাতিলের বিষয়ে বিস্তর অনুসন্ধানে ভারতীয় মাসিক ক্রীড়া পত্রিকা ‘Sportstar’ এর ওয়েবসাইটে গত ০৬ নভেম্বর ‘Sri Lanka sacks board, appoints interim committee’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot : Sportstar Website 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা তাদের সাতটি বিশ্বকাপ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয়লাভ করেছে এবং সেমিফাইনালে ওঠার প্রতিযোগিতা থেকে প্রায় বাদ পড়েছে। এমতাবস্থায় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী রোশান রানাসিংহে ক্রিকেট পরিচালনা বোর্ডকে বরখাস্ত করে বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে প্রধান করে একটি অন্তবর্তীকালীন কমিটি গঠন করেন। 

Screenshot : Sportstar Website 

যদিও এর একদিন পরই শ্রীলঙ্কার আদালত  অন্তর্বর্তী কমিটির উপরে স্থগিতাদেশ জারি করে আগের কমিটিকে পুনর্বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে। 

জাতীয় দৈনিক প্রথম আলো লিখেছে, শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন আইসিসি। বোর্ড পরিচালনা থেকে আর্থিক বিষয়াদি এমনকি জাতীয় দলের বিভিন্ন বিষয়েও শ্রীলঙ্কা সরকারের হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। এর জেরেই এবার কড়া পদক্ষেপ নিলো আইসিসি।

মূলত, সম্প্রতি বাংলাদেশ দল এবং অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বাজে মন্তব্য সর্বোপরি পাথর মারতে চাওয়ার খেসারত হিসেবে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে নিষিদ্ধ করলো আইসিসি’ শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হলেও রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সের কারণে দেশটির ক্রীড়া মন্ত্রী কর্তৃক বোর্ড সদস্যদের বরখাস্ত করার বিষয়টি আইসিসির নজরে আসলে ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ বাতিল করে আইসিসি। উক্ত ঘটনাকেই ভিন্ন দাবিতে প্রচার করা হচ্ছে।  

উল্লেখ্য, গত ০৬ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউট হন শ্রীলঙ্কার এঞ্জেলো ম্যাথিউস। পরবর্তীতে  তাকে এভাবে আউট করা বাংলাদেশ ক্রিকেট ও সাকিব আল হাসানের জন্য কলঙ্কজনক আখ্যা দিয়েছেন এই ক্রিকেটার। তাছাড়া, শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর মারার হুমকিও দিয়েছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস।

প্রসঙ্গত, ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল শ্রীলঙ্কা। আগামী ২১ নভেম্বর আইসিসির বোর্ড মিটিংয়ে পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

সুতরাং, ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ ও দুর্নীতির অভিযোগে আইসিসি কর্তৃক শ্রীলঙ্কার সদস্যপদ বাতিল করার বিষয়টিকে ‘বাংলাদেশ ক্রিকেট দল এবং অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বাজে মন্তব্য করায় শ্রীলঙ্কাকে আইসিসি নিষেধাজ্ঞা দিয়েছে’ শীর্ষক দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img