সম্প্রতি “সার্জিও আগুয়েরো- হাল্যান্ড লিও মেসির চেয়ে ভালো হতে পারে.” শীর্ষক একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সার্জিও আগুয়েরো এরলিং হ্যাল্যান্ডকে নিয়ে এরকম কোনো মন্তব্য করেননি বরং আগুয়েরোর একটি সাক্ষাৎকারকে উদ্ধৃত করে এই ভুল তথ্যটি প্রচার করা হচ্ছে।
গুজবের সূত্রপাত
অনুসন্ধানে ডিটেইলজিরো ডট কম নামক একটি পোর্টালে গত ১৪ অক্টোবর “Aguero: “Haaland could be better than Messi” – Football – International” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি আর্টিকেল খুঁজে পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়, ম্যানচেস্টার সিটির কিংবদন্তি সার্জিও আগুয়েরো এখন মন্তব্য করছেন নরওয়েজিয়ান ফুটবলার এরলিং হ্যাল্যান্ডকে নিয়ে। বেটিং সাইট “স্টেক“-এ তিনি একটি আশ্চর্যজনক এই ভবিষ্যদ্বাণী করেছেন, যে- “এরলিং হ্যাল্যান্ড মেসির চেয়ে ভাল হতে পারে, তবে ধারাবাহিকতা ধরে রাখাও গুরুত্বপূর্ণ (অনুবাদিত)।
এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়।
দাবি অনুসন্ধান
ডিটেইলজিরো ডট কম এর বর্ণিত সূত্র ধরে অনুসন্ধান করে, স্টেক ডট কম-এ গত ১২ই অক্টোবর প্রকাশিত “Sergio Aguero: Hot football topics from across Europe” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে মেসির চেয়ে “হাল্যান্ড লিওনেল মেসির চেয়ে ভালো হতে পারে” শীর্ষক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ পদ্ধতি ব্যবহার করে আন্তর্জাতিক ফুটবল বিষয়ক জনপ্রিয় নিউজ ওয়েবসাইট গোল ডট কম-এ গত ১২ই অক্টোবর “Aguero compares Haaland to Messi and says he will continue to break records” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্জিও আগুয়েরো বিশ্বাস করেন যে এরলিং হ্যাল্যান্ড পরবর্তী প্রজন্মের লিওনেল মেসি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সে রেকর্ড ভাঙ্তে থাকবে।
মূলত, অনলাইন বেটিং সাইট স্টেক ডট কমের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো বলেছেন ম্যানচেস্টার সিটি’র এই মৌসুমের সফল নরওয়েজিয়ান তারকা এরলিং হ্যাল্যান্ডের মধ্যে পরবর্তী প্রজন্মের মেসি হওয়ার যোগ্যতা আছে। এছাড়াও তিনি হ্যাল্যান্ডকে আরও কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়দের সাথে তুলনা করেন। সেই বিষয়টিই বিকৃত করে দাবি করা হচ্ছে যে আগুয়েরো বলেছেন, “হ্যাল্যান্ড মেসির চেয়ে ভালো হতে পারে”।
উল্লেখ্য, আগুয়েরো সেই সাক্ষাৎকারে হ্যাল্যান্ডের আরও বিভিন্ন প্রশংসা করেন। সিটিতে যোগদানের পর ফুল ফর্মে রয়েছেন এবং সবধরণের প্রতিযোগিতায় হ্যাল্যান্ড ১৩ ম্যাচে ২০ গোল করেছেন৷ তিনি ১৫ গোল করে প্রিমিয়ার লিগে শীর্ষস্থানীয় স্কোরার এবং পাঁচ গোল করে চ্যাম্পিয়ন্স লিগের গোল্ডেন বুটের দৌড়েও ছিলেন । শনিবার সাউদাম্পটনের বিপক্ষে গোল করার পর তিনি ইংল্যান্ডের সর্বোচ্চ ফ্লাইটে দ্রুততম ১৫ গোল করা খেলোয়াড় হয়েছেন। হ্যাল্যান্ড ম্যানচেস্টার সিটির হয়ে পরপর তিনটি হোম গেমে হ্যাটট্রিক রেকর্ড করে ইতিহাস তৈরি করেছেন। এছাড়াও প্রিমিয়ার লিগে দ্রুততম তথা সবচেয়ে কম ম্যাচে (০৮) তিনটি হ্যাটট্রিক করা খেলোয়াড় তিনি।
প্রসঙ্গত, ফুটবল সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সত্যতা যাচাই করে ইতোপূর্বে বেশ কয়েকটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন করেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ভিত্তিহীনভাবে দাবি করা হচ্ছে যে “হাল্যান্ড লিও মেসির চেয়ে ভালো হতে পারে” শীর্ষক মন্তব্য করেছেন সার্জিও আগুয়েরো; যা সম্পূর্ণ মিথ্যা।