প্রতি বছরই দুর্গাপূজাকে সামনে রেখে ভারতে ইলিশ পাঠিয়ে আসছে বাংলাদেশ। তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল, এ বছর ভারতে ইলিশ পাঠানো হবে না। কিন্তু গতকাল (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর ভারতে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, “আগে ইলিশ যেতো উপহার হয়ে, এখন রপ্তানি হচ্ছে।”
উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পূর্বে দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ পাঠানো হতো তা উপহার (বিনামূল্যে) হিসেবে যেত না বরং রপ্তানি পণ্য হিসেবেই তা পাঠানো হতো। চলতি বছরও একই প্রক্রিয়ার পাঠানো সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক যুগান্তরের গত ১২ সেপ্টেম্বরের এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের শেখ হাসিনার ‘ইলিশ কূটনীতি’ অনেক পুরোনো। উৎসবের মৌসুমে বিশেষভাবে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতেন তিনি। শেখ হাসিনা সরকার দুর্গাপূজা উপলক্ষ্যে ইলিশ রপ্তানিকে ‘উপহার’ হিসেবে উল্লেখ করে এসেছে। কিন্তু এবার অন্তবর্তীকালীন সরকারের নীতি, আগে দেশের চাহিদা মিটাতে হবে।
পত্রিকাটি বলছে, ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে দুর্গাপূজায় ইলিশ আমদানির করার আগ্রহ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
এই চিঠির কপি রিউমর স্ক্যানারের কাছেও এসেছে। কলকাতার ফিশ ইম্পোর্টার্স এসোসিয়েশনের পক্ষে প্রতিষ্ঠানটির সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদের পাঠানো আবেদনে বলা হয়, ১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর গড়ে ৫ হাজার টন ইলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছিল। তবে ২০১২ সালের পর থেকে রপ্তানি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। আবার গত পাঁচ বছর ধরে কেবল দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশেষ বিবেচনায় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ যাচ্ছিল। এবারও ইলিশ রপ্তানি করার অনুমতি চাওয়া হচ্ছে।
সৈয়দ আনোয়ার মাকসুদ রিউমর স্ক্যানারকে বলেছেন, পূর্বে কখনোই ভারতে ইলিশ উপহার হিসেবে যায়নি, গিয়েছে রপ্তানি পণ্য হিসেবেই৷
আনোয়ার মাকসুদের বক্তব্যের সাথে পূর্ববর্তী বছরগুলোয় ইলিশ রপ্তানি সংক্রান্ত গণমাধ্যমের প্রতিবেদনের তথ্যেরও মিল পাওয়া যায়।
সুতরাং, রপ্তানি পণ্য হিসেবে পাঠানো হলেও পূর্বে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার(বিনামূল্যে) হিসেবে পাঠানো হতো শীর্ষক দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Jugantor: হাসিনার ‘ইলিশ কূটনীতি’ অধ্যায়ের সমাপ্তি, আবার ধাক্কা খেল ভারত
- Statement from Syed Anwar Maqsood
- Rumor Scanner’s own analysis